মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা, যুবকদের জন্য ৮,৫০০ টাকা, ইস্তেহার দিল্লি কংগ্রেসের
2500 rupees per month for women, 8,500 rupees for youth, Delhi Congress manifesto

Truth Of Bengal: এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল শতাব্দী প্রাচীন দলও। সামনেই রয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন। আর তার আগে নানা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ইস্তেহার প্রকাশ করছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করেছে রাজ্যটির শাসক দল আম আদমি পার্টি ও প্রধান বিরোধী দল বিজেপি।
তাদের ইস্তেহারে রয়েছে মহিলাদের মাসিক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি। যা পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দেশে ও বিদেশের প্রশংসা পেয়েছে। বিভিন্ন রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে মহিলা ভোটারদের মন পেতে এই প্রকল্পের আশ্রয় নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার কংগ্রেসও দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তাদের ইশতেহারে মহিলাদের মাসিক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি রেখেছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন ইস্তেহার প্রকাশ করার সময় বলেছেন, ‘এই গ্যারান্টিটি আজ সব দলই ব্যবহার করছে। প্রথমবারের মতো, কংগ্রেস পার্টি কর্ণাটক নির্বাচনের সময় গ্যারান্টি শব্দটি ব্যবহার করেছিল। আমরা চেয়েছিলাম জনগণের কাছে এই বার্তা পৌঁছাতে যে, শুধু প্রতিশ্রুতি নয়, কংগ্রেস তার ৫টি গ্যারান্টি দিয়েছে যা পূরণ হবে।’ কংগ্রেসের ইস্তেহারে রয়েছে, দিল্লির ক্ষমতায় এলে প্রতিটি দরিদ্র পরিবার উপকৃত হবে। প্রতি মাসে মহিলাদের ২,৫০০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি দ্য গ্র্যান্ড ওল্ড পার্টির ইস্তেহারে রয়েছে, দিল্লির সমস্ত বাসিন্দাদের ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে বিনামূল্যে ওষুধ ও পরীক্ষাও থাকবে। সমস্ত বেকার যুবকদের সরকারি বা বেসরকারি খাতে এক বছরের শিক্ষানবিশ হিসাবে ট্রেনিং দেওয়া হবে, সেই সময়ে তাঁরা প্রতি মাসে ৮,৫০০ টাকা করে পাবেন।
জয়রাম রমেশ ইস্তেহার প্রকাশ করার সময় বলেন, ‘আমরা ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার দেব। প্রতি মাসে বিনামূল্যে রেশন দেওয়া হবে। যার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি চিনি, ১ কেজি রান্নার তেল, ৬ কেজি ডাল, ২৫০ গ্রাম চা পাতা। সমস্ত যোগ্য পরিবারকে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’