দেশ

জঙ্গি হানার ২২ বছর পূর্তির দিন সংসদে ফের আতঙ্কের চোরাস্রোত

22nd anniversary of terrorist attack there is again panic in parliament

The Truth of Bengal: ২০০১ সালে ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গি হানার ২২ বছর পূর্তির দিন সংসদে বয়ে গেল আতঙ্কের চোরাস্রোত। সংসদে লোকসভার অধিবেশন কক্ষে প্রবেশ করে অবাঞ্ছিত দুই যুবক। ফের একবার প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সেই সময় সভায় বক্তব্য রাখছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তখনই ওই দুই যুবক গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ে সভাকক্ষে। বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে। এই কাণ্ড দেখে আতঙ্কিত সাংসদরা আসন ছেড়ে উঠে পড়েন। শুরু হয় ছুটোছুটি। তাদের যখন ধরার চেষ্টা করছেন নিরাপত্তারক্ষীরা, সেই সময় তারা হাতে থাকা স্মোক ক্র্যাকার থেকে ধোঁয়া ছড়াতে থাকে।

২০১১ সালের ১৩ ডিসেম্বর পাঁচ জঙ্গি জাল ভিআইপি কার্ড এবং লালবাতি গাড়ি নিয়ে সংসদ ভবন চত্বরে প্রবেশ করে। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং বিরোধী নেত্রী সনিয়া গান্ধি বেরিয়ে গিয়েছিলেন। সংসদ ভবনের ভেতরে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবানি-সহ প্রায় ১০০ জন সাংসদ। পাঁচ জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় একঘণ্টা গুলি লড়াই চলে। শেষ পর্যন্ত প্রতিটি জঙ্গিকে নিকেশ করা হয়। এই ঘটনা ভারতের ইতিহাসে এখনও দগদগে ক্ষত হয়ে আছে। শহিদ জওয়ানদের স্মৃতিতে সংসদে শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী এদিন এক্স হ্যান্ডলে লেখেন, ‘২০০১ সালে সংসদে হামলায় শহিদ সাহসী নিরাপত্তারক্ষীদের প্রতি সহৃদয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি ও তাঁদের স্মরণ করছি। বিপদের মুখে তাঁদের সাহস ও আত্মত্যাগ দেশের স্মৃতিতে চিরকালীন হয়ে থাকবে।’

এদিন সংসদ কক্ষে প্রবেশ করা দুই যুবকের নাম ও পরিচয় জানতে পেরেছে পুলিশ। জানা যাচ্ছে, একজনের নাম অমল শিন্ডে। তার বাড়ি মহারাষ্ট্রে। অন্যজনের নাম নীলম সিংহ। ওই যুবকের বাড়ি হরিয়ানায়। এই ঘটনায় সংসদ ভবনের বাইরে থেকে দিল্লি পুলিশ সাগর শর্মা নামে একজনকে আটক করেছে। সাগরের নেতৃত্বে এই ঘটনা বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।

Related Articles