অসমের তিনসুকিয়ায় ডায়েরিয়ায় ১১জনের মৃত্যু, বিজেপি শাসিত রাজ্যে অস্বাস্থ্যকর পরিবেশ!
11 people died of diarrhea in Assam's Tinsukia

The Truth of Bengal: বিজেপি শাসিত অসমে আবার মৃত্যু।প্রশ্নের মুখে গেরুয়া রাজ্যের অস্বাস্থ্যকর পরিবেশ।জানা গেছে,ডায়েরিয়ায় তিনসুকিয়ায় মৃত্যু হয়েছে ১১জনের।গত এক সপ্তাহ ধরে এই মৃত্যুমিছিল চললেও বিজেপি সরকার সেভাবে তা নিয়ন্ত্রণ করতে না পারায় অবস্থা ভয়ঙ্কর আকার নিয়েছে।রোগে আক্রান্তরা অধিকাংশই চা বাগানের শ্রমিক।অভিযোগ উঠেছে,এই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের জন্যই ডায়েরিয়ার প্রকোপ বেড়েছে। এবিষয়ে সর্বানন্দ সানওয়াল জানিয়েছেন রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অসমের মুখ্যসচিব ও জেলা কমিশনারকে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী।অসমের রাজ্যসভার সদস্য সর্বানন্দ সানওয়াল রোগাক্রন্ত মানুষদের সবধরণের সাহায্যের জন্য এগিয়ে আসার কথা প্রশাসনের কাছে তুলেও ধরেছেন।যাতে জরুরি ভিত্তিতে এই রোগের প্রকোপ কমানো যায় সেজন্য বিরোধীরাও দাবি তুলেছে।অসমের বিধায়ক রুপেশ গোওায়ালা চা বাগান পরিদর্শনে গেছেন।তিনি আধিকারিকদের দ্রুত রোগ নিয়ন্ত্রণে জোরও দিয়েছেন।উল্লেখ্য,ডায়রিয়া হল এক ধরণের সংক্রামক ব্যধি।
মূলতঃ ব্যাকটেরিয়া ও পরোজীবীঘটিত এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে।অসমের তিনসুকিয়ার চা বাগান অঞ্চলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকলেও বিজেপি সরকার তাতে নজর দেয়নি।জল ঘটিত কারণেও রোগের প্রার্দুভাব দেখা যায়। কয়েকদিন তীব্র গরমের মাঝে জল কষ্ট বাড়ে এই সব এলাকায়,তাই এই রোগের মোকাবিলায় স্বাস্থ্যকর পানীয় জল সরবরাহ বাড়ানোর ওপর প্রশাসন জোর দিচ্ছে।বিজেপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন এই জল সরবরাহ ও বাগানের বাসিন্দাদের জীবনযাত্রার মাণ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি সেই প্রশ্ন তুলছেন চা বাগানের শ্রমিকদের একাংশ।