দেশ

সাড়ে ১১ কোটি প্যান কার্ড বাতিল, আধার সংযোগ না হওয়ায় বাতিল

Pan Card

The Truth of Bengal: একসঙ্গে গোটা দেশে বাতিল হল ১১ কোটি প্যান কার্ড। তথ্যের অধিকার কর্মী চন্দ্রশেখর গৌড়ের করা প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে আয়কর বিভাগ। নির্ধারিত সময়ে আধার সংযোগ না হওয়ায় বাতিল করা হয়েছে এই বিপুল সংখ্যক প্যানকার্ড। যে সব নাগরিকের প্যান কার্ড বাতিল হল, তারা আয়কর দেবেন কীভাবে? উঠছে এই প্রশ্ন। তাই কেন্দ্রীয় পদক্ষেপে বাড়ছে ক্ষোভ। গত ৩০ জুন ছিল আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ দিন। যদিও তার জন্য মোটা চার্জ ধার্য করা হয়েছিল। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল।

পড়ে শোনা গিয়েছিল, সংযুক্তিকরণের মেয়াদ ফের বাড়াতে পারে আয়কর বিভাগ। যদিও তা হয়নি। আয়কর বিভাগ জানিয়েছে, নিরধাতির সময় পার হয়ে যাওয়ায় প্রায় ১২ কোটি প্যান কার্ডের আধার সংযোগ হয়নি। তার মধ্যে সাড়ে ১১ কোটি প্যান কার্ড বাতিল করা হয়েছে।আয়কর বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গোটা মোট ৭০ কোটি ২৪ লক্ষ নাগরিকের প্যান কার্ড ছিল। তার মধ্যে আধারের সঙ্গে সংযোগ করা হয়েছে ৫৭ কোটি ২৫ লক্ষ প্যান কার্ডের। ২০১৭ সালের ১ জুলাই থেকে যে সব প্যান কার্ড করা হয়েছে, সেখানে শুরু থেকেই আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল।

২০১৭ সালের আগে যে সব প্যান কার্ড তৈরি হয়েছে সেগুলিতে আধার সংযোগ ছিল না। সেই কার্ডগুলিতে আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছিল।বাতিল প্যান কার্ড ফের চালু করতে ১০০০ টাকা জরিমানা ধার্য করেছে আয়কর দফতর। এখানেই প্রশ্ন উঠছে নতুন প্যান কার্ড করার ক্ষেত্রে জিএসটি বাদ দিয়ে খরচ হয় ৯১ টাকা। তা হলে প্যান কার্ড নতুন করে চালু করার জরিমানা দশগুণ কেন? সেই সঙ্গে আরও প্রশ্ন উঠছে যাঁদের প্যান কার্ড বাতিল হল, তাঁরা আয়কর রিটার্ন ফাইল করবেন কী ভাবে? কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Free Access

Related Articles