দেশ

উত্তরপ্রদেশে প্রতি ২ ঘণ্টায় ধর্ষ*ণের শিকার ১ মহিলা, এবারের অপরাধ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া

1 woman is raped every 2 hours in Uttar Pradesh, this time the crime is not agreeing to marriage proposal

The Truth Of Bengal :  বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় পরে ওই যুবক গরম লোহা দিয়ে ওই মহিলার মুখে নিজের নামও লিখে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুত্রের খবর, উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় এক যুবক ১৭ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে। এরপর ওই কিশোরীকে ৩ দিন নিজের বাড়িতে আটকে রাখে। সেখানে তাকে ধর্ষণ করা হয় এমনই অভিযোগ কিশোরীর। এরপর এত শারীরিক এবং মানসিক অত্যাচারের পর অবশেষে কোনোরকমে ওই কিশোরী যুবকের বাড়ি থেকে পালিয়ে যায়। ওখান থেকে বেরিয়েই প্রথমে নাবালিকা ওই যুবকের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

নাবালিকা পুলিশের কাছে অভিযোগ জানায়, সে গত ১৯ এপ্রিল পাশের দোকানে গিয়েছিল কিছু প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য। বাড়ি ফেরার পথে কে বা কারা হঠাৎ তুলে নিয়ে যায়। ওই নাবালিকাকে যুবক তাঁর নিজের বাড়িতে নিয়ে যায়। তাঁর বাড়িতেই নাবালিকাকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। এরপর নাবালিকা জানায়, ওই যুবক লোহা গরম করে ওই কিশোরীর মুখে নিজের নাম লিখে খোদাই করে দিয়েছেন। ঠিক সেই সময় ওই যুবকের মা এবং বোন চেপে ধরে রেখেছিলেন কিশোরীকে।

কিশোরীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে খবর, ওই যুবকের বয়স ২১। দীর্ঘদিন ধরেই ওই নাবালিকার দিকে ওই যুবকের নজর ছিল। এমনকি বেশ কিছুদিন আগে ওই যুবক কিশোরীকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু কিশোরী ওই প্রস্তাবে রাজি না হওয়ায় হয়তো যুবক এমনটা ঘটিয়েছেন এমনটাই অনুমান পুলিশের। পিটিআই সুত্রে খবর, ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক মামলার ধারা রুজু করে তাকে জেল হেফাজতে রাখা হয়েছে।

Related Articles