১ থেকে ৫ লক্ষ! বাড়ল অনলাইন মাধ্যমে কর দেওয়ার উর্ধ্বসীমা
1 to 5 lakhs! Online tax payment limit increased

The Truth Of Bengal: করদাতাদের বড় সুখবর নিয়ে এল RBI। করদাতাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। এবার ইউপিআইয়ের মাধ্যমে কর দেওয়ার উর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হল। অনলাইন পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষের বদলে ৫ লক্ষ টাকা করে কর দেওয়া যাবে। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠক থেকে এমনটাই ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
বৃহস্পতিবারের এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, অনলাইনে কর মেটানোর ক্ষেত্রে উর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হবে। করদাতাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এতদিন অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষ পর্যন্ত কর মেটানো যেত। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে সেই উর্ধ্বসীমায় ছাড় ছিল। তবে এবার সেই উর্ধসীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির এই বৈঠক থেকে রেপো রেট নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য ঋণের চাপ কমাতে রেহাই দিতে সক্রিয়তা বজায় রাখল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক। টানা ন’বারের জন্য অপরিবর্তিত রইল রেপো রেট। অর্থাৎ, আগের মতো এবারে রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে। এর আগেও রেপো রেট না বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছিল মুদ্রাস্ফীতি। আর সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতেই রিজার্ভ ব্যাঙ্ক এবার সুদের হার কিছুটা বাড়াতে পারে বলে ধারণা ছিল অনেকেরই। তবে ভোটের ফলাফলের পর এবারও বাড়ানো হল না সুদের হার। ২০২২-এর মে মাস থেকে ২০২৩ পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ে। যার জেরে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, প্রায় সকলকেই সমস্যার সম্মুখীন হতে হয়।
মূল্যবৃদ্ধিতে রাশ টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপের খাঁড়া ঝুলছিল। পাশপাশি বাড়ি, গাড়ির ঋণের উপরেও সুদের হার লাগাতার বাড়ছিল। তবে গত বছর থেকে তা থেকে কিছুটা রেহাই মেলে, ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেট না বাড়ানোয় খানিকটা স্বস্তি মেলে সাধারণ মানুষের। এরপর ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেও এই সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি।