ওভেন ছাড়াই বানিয়ে ফেলুন সুস্বাদু কেক! রইল রেসিপি

আলসেমিতে মোড়া সকাল হোক বা আদুরে বিকেল, নরম কেকে একবার কামড় দিলেই মজা। বড়দিনের বড় মজা এই নরম কেক। তার আগেও তো দিব্যি খাওয়া যায়। বাজার থেকে সবসময় কিনে আনবেন কেন? বাড়িতেই বানিয়ে ফেলুন না! ওভেন নেই? তাতে কী? ওভেন ছাড়াই তৈরি করে ফেলুন সুস্বাদু কেক। রেসিপি এমন কিছু কঠিন নয়। বরং বেশ সহজ।
*উপকরণ*
* ১/৪ কাপ মাখন
* ৩/৪ কাপ চিনি
* ১/৪ কাপ দুধ
* ১ কাপ ময়দা
* ১/৪ কাপ কোকো পাউডার
* দেড় চা চামচ বেকিং পাউডার
* ২ টি ডিম
* খুব সামান্য নুন
* ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
* অ্যালমোনিয়ামের একটি বাটি বা বেকিং মোল্ড
* প্রেশার কুকার
*প্রণালী*
১. একটি বাটি নিন। তাতে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিন। প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ফেটাবেন যাতে মিশ্রণ ঘন হয়ে যায়। এবার এর মধ্যে মাখন দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিন।
২. তারপর দিন চিনি। সমস্ত কিছু ভালোভাবে মিশে গেলে অল্প অল্প করে ময়দা-কোকো পাউডার চালুনি দিয়ে চেলে মেশান আর নাড়তে থাকুন।
৩. এরপর দিন দুধ। এবার বেকিং পাউডার, নুন আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন মিশ্রণটি দলা পাকিয়ে না যায়।
৪. মিশ্রণ তৈরি হয়ে গেলে অ্যালমোনিয়ামের একটি বাটি বা বেকিং মোল্ড নিয়ে নিন। হাত বা ব্রাশ দিয়ে তার চারপাশে মাখন মাখিয়ে কিছুটা ময়দা লাগিয়ে একটা কোটিং তৈরি করে নিন। তার পর কেকের ব্যাটার ঢেলে দিন।
৫. এবার প্রেশার কুকার নিয়ে তার নিচে নুনের মোটা আস্তরণ তৈরি করে ফেলুন। এভাবে ৩-৪ মিনিট গরম করুন। এই সময় যেন প্রেশার কুকারের ঢাকনায় রাবারের ব্যান্ডটি না লাগানো থাকে। খেয়াল করে সেটি খুলে নেবেন।
৬. নুন গরম হয়ে গেলে ব্যাটার রাখা বাটি খুব সাবধানে তার উপর বসিয়ে দিন। আবার ব্যান্ড ছাড়া ঢাকনা আটকে দিন। এবার মাঝারি আঁচে ৩০ মিনিট মতো রাখুন।
৭. তিরিশ মিনিট পরে কাঠি বা ছুরি মাথা বসিয়ে বের করে নিন। যদি তাতে কেক লেগে না থাকে তাহলে তৈরি আপনার কেক। তাও আবার মাইক্রোভেন ছাড়া। এবার নিজের তৈরি কেক নিজের মতো সাজিয়ে নিন।
*টিপস*
* ডিম ভালো করে ফেটাতে হবে।
* মিশ্রণটি ঘন হওয়ার পরই ময়দা-কোকো পাউডার মেশাতে হবে।
* মিশ্রণটি দলা পাকিয়ে গেলে আরও কিছুক্ষণ ফেটাতে হবে।
* প্রেশার কুকারের নিচে নুনের আস্তরণ ভালো করে গরম করে নিতে হবে।
* কেক বানানোর সময় প্রেশার কুকারের ঢাকনায় রাবারের ব্যান্ড লাগানো যাবে না।
* কেক বানানোর পর কাঠি বা ছুরি দিয়ে পরীক্ষা করে নিতে হবে যে কেক সেদ্ধ হয়েছে কিনা।