ফিচার

দীপাবলিতে কোন রঙের মোমবাতি জ্বালানো শুভ? বাস্তুশাস্ত্র বলছে নির্দিষ্ট দিকের কথাও

বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব, উত্তর পূর্ব ও দক্ষিণ দিকে মোমবাতি জ্বালালে গৃহকোণ সুখ, সমৃদ্ধিতে ভরে ওঠে বলে মনে করা হয়।

Truth Of Bengal: সামনেই আলোর উৎসব দীপাবলি। জীবন ও বাড়ির থেকে রোগভোগ, শোক, দারিদ্র্য, নেতিবাচক অশুভ শক্তিকে দূর করে শুভত্ব, সুখ, সমৃদ্ধির কামনায় দীপাবলির রাতে আমরা প্রদীপ ও মোমবাতি জ্বালাই। তবে আজকাল প্রদীপের জায়গায় অনেকেই নানান রকম আকারের রঙিন মোমবাতি জ্বালিয়ে বাড়ি সাজান।

এতে একদিকে যেমন বাড়ির সৌন্দর্য বাড়ে তেমনই পরিবেশও ভালো লাগে। মনে করা হয়, মোমবাতি জ্বালালে বাড়ির শক্তির মধ্যে ভারসাম্য থাকে। নেতিবাচক শক্তি দূর হয়ে বাড়িতে ইতিবাচক শক্তি থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব, উত্তর পূর্ব ও দক্ষিণ দিকে মোমবাতি জ্বালালে গৃহকোণ সুখ, সমৃদ্ধিতে ভরে ওঠে বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, সবুজ রঙের মোমবাতি জ্বালালে বাড়িতে শুভ শক্তি ও ধনসম্পদ বাড়ে বলে মনে করা হয়। পূর্ব দিকে সবুজ রঙের মোমবাতি জ্বালালে সমৃদ্ধি ও গুড লাক আসে বলে মনে করা হয়। সাদা রঙের মোমবাতি পশ্চিম দিকে জ্বালালে সুখ, শান্তি বাড়ে।

উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকে সাদা রঙের মোমবাতি জ্বালানো শুভ। দক্ষিণ পশ্চিম দিকে জ্বালান গোলাপি বা হলুদ রঙের মোমবাতি। দক্ষিণ পূর্ব দিকে সবুজ রঙের মোমবাতি জ্বালানো শুভ। বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের মোমবাতি জ্বালালে মালক্ষ্মী সুপ্রসন্ন হন। পূর্ব দিকে মোমবাতি জ্বালালে উন্নতি হয় জীবনে।

Related Articles