বিনোদন

৭৯ বছর বয়সে চলে গেলেন ‘টাইটানিক’ এর ক্যাপ্টেন বার্নাড হিল

'Titanic' Captain Bernard Hill passed away at the age of 79

The Truth Of Bengal : ১৯৯৭ সালের ‘টাইটানিক’ ছবিটি নিশ্চয়ই সবারই মনে আছে। সেই ছবিটির ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছিলেন বার্নাড হিল। প্রখ্যাত অভিনেতা ছিলেন তিনি। অভিনেতার টিমের পক্ষ থেকে খবর পাওয়া গেছে, রবিবার লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন।

পাঁচ দশকের কেরিয়ারে একাধিক টিভি সিরিজে ও ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৭৫ সালে ‘ইট কুড হ্যাপেন টু ইউ’ নামে এক তথ্যচিত্রের মাধ্যমে প্রথম অভিনয় জগতে পা রাখেন বার্নার্ড। এরপর আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। তবে চূড়ান্ত সাফল্য লাভ করেছিলেন ১৯৯৭ সালে জেমস ক্যামেরন পরিচালিত অস্কারজয়ী ‘টাইটানিক’ ছবিতে। জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছিলেন। আজও সেই অভিনয় দর্শকদের মনের কোণায় রয়েছে।

এরপর আরও বেশকিছু প্রথাভাঙ্গা ছবিতে তার অভিনয় মন কেড়েছেন। এমন একজন, অভিনেতাকে চিরতরে হারিয়ে হলিউড শোকগ্রস্ত হয়ে পড়েছে। তাঁর ভক্তরা সোশ্যাল মাধ্যমে শোক প্রকাশ করেছে।

Related Articles