বিনোদন

কালরাত্রির দিনই স্বামীর রহস্যমৃত্যুর ভবিষ্যদ্বাণী!কনের সাজেও সৌমিতৃষার চোখে-মুখে হতাশার ছাপ

The day of Kalratri is the prediction of the husband's mysterious death! Even in the bride's dress, the expression of disappointment in the eyes of Soumitrisha

Truth Of Bengal: আরও এক নতুন যাত্রা শুরু ‘মিঠাইরানি’ ওরফে সৌমিতৃষার। ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও মিঠাই ধারাবাহিক তাঁর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দাতে অভিষেক হয়। এবার ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন সৌমিতৃষা। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসতে সৌমিতৃষার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি। প্রকাশ্যে এল ছবিতে অভিনেত্রীর প্রথম লুক।

‘নিখোঁজ’ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী সিরিজ ‘কালরাত্রি’তে মুখ্য চরিত্র দেবীর ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষাকে। ইতিমধ্যেই সৌমিতৃষার প্রথম লুক নজর কেড়েছে সকলের। ছবিতে অভিনেত্রীকে পরিপূর্ণ নতুন কনের সাজে দেখা যাচ্ছে। তাঁর কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ এবং চোখে মুখে রয়েছে হতাশার চিহ্ন। বিয়ের রাতেই এক অদ্ভূত ভবিষ্যদ্বাণী তাঁর জীবনের সব রঙ বদলে দেয়।

বিয়ের পরেই তাঁর রহস্যমৃত্যুর কথা জানতে পারেন। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের পরের দিন ও ফুলশ্যার আগের রাতকে কালরাত্রি বলা হয়। আর মানা হয় সেই রাতে স্বামী-স্ত্রী একে অপরের মুখ দেখেন না। যদি একে অপরের মুখ দর্শন করেন তবে অমঙ্গল বলে ধরা হয়। আর সেই কালরাত্রিতেই স্বামীর রহস্যমৃত্যুর ভবিষ্যদ্বাণীর কথা শুনেই স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন দেবী। এই বিষয়ে ধীরে ধীরে রহস্য আরও ঘণীভূত হতে থাকে। সেই রহস্য দেবী কীভাবে সমাধান করেন তা নিয়েই গল্প এগোয়।

ইতিমধ্যেই এই সিরিজের শ্যুটিং শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে খপব শীঘ্রই হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সাসপেন্স ক্রাইম থ্রিলার। সৌমিতৃষা ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ছোটপর্দার আরও বেশকিছু চেনা-পরিচিত মুখ। সিরিজে দেখা যাবে ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৈরীতি বন্দোপাধ্যায় প্রমুখ। ইতিমধ্যেই সৌমিতৃষার পাশাপাশি ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্র ও সৈরীতি বন্দোপাধ্যায়ের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে।

Related Articles