বিনোদন

স্বাধীনতা দিবসের রাতে ‘আরজিকর কাণ্ড’ নিয়ে কি বললেন সোহিনী সরকার?  

Sohini Sarkar reacts to womens protest on R.G kar murder

Truth Of Bengal: ১৫ অগাস্টের রাতে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে জমায়েতে অংশ গ্রহন নিয়েছেলেন মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তীদের ও সোহিনী সরকার। এমনকি সাথে ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়ও।

সেই জমায়েতে উপস্থিত থেকে সোহিনী  সরকারের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, যায়, “এই প্রতিবাদ শুধু তারকাদের জমায়েত না হয়ে ওঠে। তিনি আরও জানান আন্দোলনরত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সোহিনী সরকারের মন্তব্য, “এই মুহূর্তে নমস্কার, ধন্যবাদ কোনটাই বলার মতো মানসিক অবস্থায় নেই। এর শেষ কোথায় সেটাও জানা নেই। শুধু জানি, এই নৃশংস অত্যাচারের শেষ চাই। কী ভাবে হবে? সেটা যাঁরা রাজ্য বা দেশ চালানোর দ্বায়িত্বে রয়েছেন, তাঁরা জানবেন।”

বক্তব্য গুলো বলার সময় অভিনেত্রী আরও জানান,  আমরা মেয়েরা কথাউ কি সেফ নই। তিনি জানান, আর যাতে শহরের কোন মেয়েকে এই রকমের নারকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে না হয়। আর যাতে এই রকমের প্রতিবাদ করতে না হয়। আর যাতে কোন মেয়েকে এই রকম ঘটনার সামনা সামনি হতে না হয়। উল্লেখ্য,ঘটে।”যাদবপুর এইট বি চত্বরে সকলের সঙ্গে ‘রাত দখল’ অভিযানে নেমেছিলেন সোহিনী সরকার।

বুধবার ভোর পর্যন্ত যাদবপুর থানার সামনে শান্তিপূর্ণ অবস্থানেও অংশগ্রহণও করেছিলেন অভিনেত্রী। তিনি আরও জানান,  “আমাদের রাত দখল আন্দোলনের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা আর জি কর ভাঙচুর করেননি। তাঁরা এটা করতে পারে না। অভিনেত্রী বলেন, “১৪ অগস্ট যাদবপুরে মেদিনীপুর থেকে এক মা এসেছিলেন। তাঁর মেয়ে বছর দুয়েক আগে ধর্ষণের শিকার হয়েছেন। সেই মামলাও ধামাচাপা পড়ে গিয়েছে। সেই মা বড় আশা নিয়ে এসেছিলেন, যদি এই আন্দোলন তাঁর মেয়েকেও সুবিচার পাইয়ে দেয়। এই দিনটাও দেখতে হচ্ছে।”

Related Articles