বিনোদন

বাংলা কাপিয়ে এবার ইন্দোনেশিয়া! দ্বীপরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ’

Raktabeej will be release in Indonesia

The Truth of Bengal: পুজোর মরশুমে মুক্তিপ্রাপ্ত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘রক্তবীজ’ ছবিটি দেশের পাশাপাশি বিদেশের দর্শকদেরও মন জয় করেছে। ছবিটি ইন্দোনেশিয়ায় প্রথম বাংলা সিনেমা হিসেবে স্ক্রিনিং হওয়ার জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১১ ডিসেম্বর থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ছবিটি প্রদর্শিত হবে।

গত রবিবার সিডনির ব্ল্যাকটাউনে ‘রক্তবীজ’-এর শো হাউসফুল ছিল। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর অভিনয়ের টানে সিনেমা হলে এসেছিলেন প্রবাসী দর্শকরা। ছবি দেখে মুগ্ধ হয়েছেন সকলে। দেশের মাটিতেও ‘রক্তবীজ’-এর সাফল্য ঈর্ষণীয়। মুক্তির পর থেকেই ছবিটি মাল্টিপ্লেক্সে ভিড় জমাচ্ছে দর্শকদের। ইতিমধ্যেই কলকাতায় ছবির বক্স-অফিস কালেকশনও বেশ ভালো।

নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কৌতূহল ছিল তুঙ্গে। প্রতিবারের মতো এবারও যে টলিউডের ‘হিট মেশিন’ জুটি বাজিমাত করতে চলেছেন, তা মুক্তির আগেই বেশ আন্দাজ করা গিয়েছিল। IMDB-র মতো সাইটের রেটিং চার্টেও তিন নম্বর স্থান দখল করে নেয় এই সিনেমা। ‘রক্তবীজ’-এর সাফল্য টলিউডের জন্য একটি বড় অর্জন। এই ছবিটি প্রমাণ করে যে, বাংলা সিনেমাও দেশের পাশাপাশি বিদেশেও দর্শকপ্রিয় হতে পারে।

Free Access

Related Articles