
The Truth of Bengal: বাঙালির কাছে কাবুলিওয়ালা ও তাঁর খোকি- এই অসমবয়সি বন্ধুত্বের গল্প এক প্রকার ছেলেবেলার নানা অনুভূতি ফিরিয়ে আনে। এবার সেই অনুভূতিই ফিরিয়ে আনছেন পরিচালক সুমন ঘোষ তাঁর কাবুলিওয়ালা ছবিতে। লিড রোলে রয়েছেন নান আদার দ্যান মিঠুন চক্রবর্তী। আর ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছেন মিঠাই সিরিয়ালখ্যাত অনুমেঘা কাহালি। কাবুলিওয়ালা’-র ট্রেলারের প্রথম ঝলকেই যেন আরও একবার নস্ট্যালজিয়া উসকে দিলেন মিঠুন। খোঁকির প্রতি তার নিখাত ভালোবাসা, অন্যদিকে সে সময়ের রাজনৈতিক ও সামাজিক চাপ সবকিছুই তুলে ধরা হয়েছে এই ছবিতে।
এদিকে মিনির বাবা- মা- আবির- সোহিনী চোখে- মুখেও রয়েছে মেয়েকে নিয়ে উদ্বেগ- দুশ্চিন্তা। এই ছবিতে ফুটে উঠছে ১৯৬৫-এর কলকাতার চিত্র। তবে মূল গল্পের সঙ্গে থাকছে বাস্তবিক প্রেক্ষাপটের মিশেল। এর জন্য কিছুটা হলেও মূল গল্পের কিছুটা রদবদল করেছেন পরিচালক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কাবুলিওয়ালা’-র সঙ্গে অনেকেরই নস্ট্যালজিয়া জড়িয়ে আসছে।
এর আগে ১৯৫৬ সালে প্রখ্যাত পরিচালক তপন সিনহা পরিচালিত কাবুলিওয়ালা ছবিটি জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। কাবুলিওয়ালার ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। বহুবছর পর এবার সেই কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বড়দিনের ছুটিতে কাবুলিওয়ালা ও তার আদরের মিনির গল্প আসছে বড়পর্দায়। তাই নিঃসন্দেহে এটা মিঠুনের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন টলিউডের সমালোচকরা। নতুন চ্যালেঞ্জে তিনি পাশ না ফেল করবেন তার জবাব দেবে সময়ই।