
Truth of Bengal: জুনিয়র এনটিআর এখন তিনি প্যান ইন্ডিয়া স্টার। ‘RRR’ ছবির সাফল্যই তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। গোটা দেশ জুড়েই তার অগুণিত ভক্ত। আর ভক্তরা যে তার প্রিয় সুপারস্টারকে এক ঝলক দেখার জন্যে কি করতে পারেন তার প্রমাণ আবারও মিলল। সম্প্রতি, জুনিয়র এনটিআর এর এক ভক্ত ৬০০ কিমি একনাগাড়ে হাঁটলেন। কুপ্পাম থেকে শুরু করে সোজা হায়দরাবাদ দীর্ঘ পরিশ্রম করলেন যুবক প্রিয় নায়কের একবার দেখা যাওয়ার জন্যে।
আর তার সেই পরিশ্রম ও বিফলে যায়নি যুবকের। ভক্তের সঙ্গে শুধু দেখাই করলেন না জুনিয়র এনটিআর সঙ্গে তার মেলালেন হাত আর আড্ডা ও দিলেন জমিয়ে। ওই যুবক ও নায়ককে উপহার দিলেন হাতে আঁকা ছবি। প্রিয় নায়ককে এত কাছ থেকে পেয়ে স্বভাবতই ভীষণ খুশি ওই যুবক। সেই মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘দেবারা’। ছবির প্রথম ভাগ বক্স অফিসে সুপারহিট। দর্শকরা বেশ পছন্দ করেছেন জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের জুটিকে। আপাতত, এই ছবির দ্বিতীয়ভাগের অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।
এছাড়াও জুনিয়র এনটিআরকে আগামীতে দেখা যেতে চলেছে হৃত্বিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’-তে। যা স্বাভাবিক ভাবেই বড় চমক সিনেপ্রেমীদের কাছে। তবে এ ও শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’তে শাহরুখ এবং সলমন খানও রয়েছেন। সব মিলিয়ে ‘দেবারা’র পর ‘ওয়ার ২’-তে জুনিয়র এনটিআর এর উপস্থিতি কতটা চমক দেয় সেটাই দেখার।