রাজনীতিতে নেমে নিজের বাড়ি বিক্রি! কঙ্গনার সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন
Get into politics and sell your house! Questions are being raised about Kangana's decision

The Truth Of Bengal: অভিনয়ের জগতে সফলতা পাওয়ার পর রাজনীতির ময়দানেও সফল হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রাজনীতির মাঠে নেমে প্রথমবারে প্রার্থী হয়েই জয়জয়কার কঙ্গনার।হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রে জয়লাভ করে তিনি বর্তমানে বিজেপির সাংসদ হন।রাজনীতিতে বেশ সক্রিয় কঙ্গনা। তবে রাজনীতির পাশাপাশি তিনি অভিনয় জগতেও সময় দিচ্ছেন । তবে এখনই অভিনয় ছাড়ার মতো সিদ্ধান্ত তিনি নেননি।
এসবেরই মাঝে শোনা যাচ্ছে অভিনেত্রী কঙ্গনা নাকি মুম্বইয়ে নিজের বিলাসবহুল বাড়ি বেশ ভালো দামেই বিক্রি করে দিচ্ছেন। মুম্বইয়ের বান্দ্রা এলাকার এই বিলাসবহুল বাড়ির মধ্যেই আছে কঙ্গনার প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’।রাজনীতির সূত্রে এখন কঙ্গনার বেশিরভাগ সময় কাটছে দিল্লি ও হিমাচল প্রদেশে তাই তিনি মুম্বইয়ের বাড়িটি বিক্রি করে দিতে চাইছেন বলে জানা যাচ্ছে।ফলে প্রশ্ন উঠছে তবে কি কঙ্গনা বাড়ি বিক্রি করে পাকাপাকি ভাবে মুম্বই ছাড়ার পরিকল্পনা করছেন।সাথে অভিনয় জগতেও কি ইতি টানতে চাইছে কঙ্গনা এই নিয়ে চলছে জল্পনা।
যদিও এই নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। বাড়ি কেনাবেচা সংক্রান্ত একটি ইউটিউব চ্যানেলে মুম্বইয়ের এক প্রযোজনা সংস্থার অফিস বিক্রির খবর পোস্ট করা হয়, আর সেখানে সেই প্রযোজনা সংস্থার ঠিকানা দেখে কঙ্গনার সংস্থা বলে অনুমান করা হয় ফলে জল্পনার সুত্রপাত সেখান থেকেই।এর আগে ২০২০-তে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিশানায় পড়েছিল কঙ্গনার বাড়ি। বেআইনি বলে চিহ্নিত করে তাঁর বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিলো যদিও পরে বম্বে হাইকোর্টের তরফে স্থগিতাদেশ দেওয়া হয়।তবে কঙ্গনা এখনই অভিনয় ছাড়বেন কিনা স্পষ্টভাবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।তবে জানা যাচ্ছে ‘ইমার্জেন্সি’ ছবিতে তাঁকে অভিনয় করার পাশাপাশি পরিচালনার ভূমিকাতেও দেখা যাবে।