কলকাতাবিনোদন

MP Dev: নির্বাচন কমিশনের নজরে এবার ঘাটালের সাংসদ! সপরিবারে তলব করা হল সুপারস্টার দেবকে

স্থানীয় কাউন্সিলর মৌসুমি দাস বিষয়টি নিশ্চিত করলেও, ঠিক কবে তাঁদের হাজিরা দিতে হবে তা এখনও স্পষ্ট নয়।

Truth of Bengal: নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর (SIR) প্রক্রিয়ার আওতায় এবার তলব করা হলো ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে। শুধুমাত্র দেব একাই নন, তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কাউন্সিলর মৌসুমি দাস বিষয়টি নিশ্চিত করলেও, ঠিক কবে তাঁদের হাজিরা দিতে হবে তা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনের স্থায়ী বাসিন্দা দেবের কাছে এই নোটিশ পৌঁছতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। শাসক শিবিরের দাবি, দেব একজন ব্যস্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনবারের জনপ্রতিনিধি। সাধারণ মানুষের কাজে সর্বদা ব্যস্ত থাকা সত্ত্বেও তাঁকে এবং তাঁর পরিবারকে এভাবে নথিপত্র নিয়ে শুনানিতে ডাকা নিতান্তই ‘হয়রানি’ করার প্রচেষ্টা। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এবং নাগরিকত্বের সঠিক প্রমাণ যাচাই করতে এই বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া চালানো হয়। যাদের নথিতে কোনো অসংগতি পাওয়া যায় বা যাদের তথ্য ২০০২ সালের ভোটার তালিকার সাথে মেলে না (Unmapped Voters), তাঁদেরই এই শুনানিতে ডাকা হচ্ছে। যদিও দেবের মতো একজন সুপরিচিত ব্যক্তিত্বের নাগরিকত্ব নিয়ে কেন প্রশ্ন উঠল, তা নিয়ে চর্চা তুঙ্গে।

Related Articles