গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে কতদূর পৌঁছল এই ‘দাবাড়ু’?
Dabaru: what is the reaction of audience after seeing the movie 'Dabaru'? here is the review of this new film

The Truth Of Bengal: “আমি সৌর, লোকে বলে আমি Born Chess Player”। তবে শুধু খেলায় নয়, আমার খেলার বাইরেও অনেক প্রতিপক্ষ। দাবা খেলাটাই এমন, যে চাল ভেবে আসবেন, প্রতিপক্ষ দেবেন ঠিক তার উল্টো। একদম জীবনের মতো। কি গুলিয়ে যাচ্ছে?’ কথাগুলো বলছিল উত্তর কলকাতার দাবাড়ু, ছোট্ট সৌর। ছোট থেকেই সে ছিল দাবাতে তুখোড়। তবে উত্তর কলকাতার রক থেকে গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠার যাত্রাপথটা তাঁর কাছে খুব একটা মসৃণ ছিল না। সেই গল্প নিয়েই দাবাড়ু মুক্তি পায় ১০ই মে।দর্শকদের মন কি জয় করতে পারল এই গল্প?
বলিউড থেকে টলিউড। একের পর এক বায়োপিক গিফট করছেন পরিচালকেরা। সেখানেই এবার মুক্তি পেল পরিচালক পথিকৃৎ বসুর ছবি ‘দাবাড়ু’। মাত্র ১৬ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠার স্বপ্ন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের রূপ দেওয়া। এই মন ভালো করে দেওয়ার গল্পটিই হল ‘দাবাড়ু’।
উত্তর কলকাতার এক বাড়িতে প্রতিদিনের পাওনাদারদের আনাগোনা। সেখানে সৌর তাঁর দাদু (দীপঙ্কর দে), বাবা (শঙ্কর চক্রবর্তী) এবং মায়ের (ঋতুপর্ণা সেনগুপ্ত) সঙ্গে বসবাস করে। গল্পের শুরুতেই দেখা যায় সৌরর দাদু হার্টের ওষুধ কেনার জন্য বাড়ির কোনও না কোনও খুঁজে বের করা জিনিসপত্র বিক্রি করে জোগান দেন। বাবা জ্যোতিষী, তেমন কাজ থাকে না হাতে। তাই দুঃখ কমাতে নেশা করেন।
সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী অবলম্বনে এই গল্প। তিনিও ছোটবেলায় শিকার হয়েছিলেন এই সকল সমস্যারই। তবে গল্পের মোড় ঘরে তখনই যখন তাঁর দাদু দুরন্ত সৌরকে বসে আনতে তাঁর হাতে তুলে দেয় দাবার বোর্ড। এরপর পাড়ার এক দাদুকে হারিয়ে প্রথম রোজগার করায় সে কতটা আনন্দিত হয়েছিল সঙ্গে উত্তর কলকাতা থেকে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নকে পরিচালক নিখুঁত করে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন বাল্যবেলার চরিত্রে সমদর্শী সরকার আর কিশোর সৌরর চরিত্রে অর্ঘ্য বসু রায়ের অভিনয়ের মাধ্যমে। যা দর্শকদের মন কেড়েছে অবশ্যই। অর্ঘ্যর দাবা শিক্ষক রথীন্দ্রনাথ চক্রবর্তীর ভূমিকায় ছবিতে দেখা যায় চিরঞ্জিৎ চক্রবর্তী’কে। তবে দর্শকদের অনেকেই ছবিটির প্রসংশায় আপ্লুত। এদিন নন্দনে ছবি শেষে অর্ঘ্য দর্শকদের সঙ্গে কথা বললেও সবাই তাঁর অভিনয়ের প্রশংসাও করেন। তবে পুরো গল্প দেখতে অবশ্যই আসতেই পারেন বড় পর্দায় দেখতে এই মন ভালো করে দেওয়া সিনেমা ‘দাবাড়ু’। সকলের দেখার উপযোগী এই সিনেমাটি যত্ন সহকারেই বানিয়েছেন পথিকৃৎ বসু। অদূর ভবিষ্যতে তিনি আরও অনেক প্রযোজকের ভরসা হয়ে উঠবেন বলেই আশাবাদী সিনেমাপ্রেমীরা।