‘ভার্জিন মেয়ে খোঁজা’ বিতর্কিত মন্তব্যের তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিলেন চিন্ময়ী শ্রীপদা
Chinmoyi Sripada Responds Sharply to Controversial "Virgin Girl Search" Comment

Truth of Bengal: চিন্ময়ী শ্রীপদার নাম ভারতীয় সঙ্গীত জগতে এক গুরুত্বপূর্ণ পরিচিতি। তামিল, তেলেগু এবং হিন্দি সিনেমার অসংখ্য গানে তাঁর কণ্ঠস্বর সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছে। “তেরে বিনা” (গুরু) গানের জন্য জনপ্রিয় হলেও, এ.আর. রহমানের সুরে “ওরু দেইভম থান্থা পুভায়ে” (কান্নাথিল মুথামিট্টাল) গানটি তাঁকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। তিনি ফিল্মফেয়ার সাউথ এবং তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসহ বহু সম্মান অর্জন করেছেন।
গানের পাশাপাশি চিন্ময়ী একজন সফল উদ্যোক্তা। তিনি ব্লু এলিফ্যান্ট নামে একটি অনুবাদ সংস্থা এবং স্কিনরুট নামে একটি কোরিয়ান স্কিনকেয়ার পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
তবে চিন্ময়ী শ্রীপদার পরিচয় এখানেই শেষ নয়। ২০১৮ সালে ভারতের #MeToo আন্দোলনে তিনি সাহসিকতার সঙ্গে তামিল গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এর কারণে তাঁকে দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবুও, চিন্ময়ী অন্যায়ের বিরুদ্ধে এবং নারীদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
Then men shouldn’t have premarital sex with women.
Unless said men are having sex with goats, dogs and reptiles. pic.twitter.com/sM3YJ3Myvg— Chinmayi Sripaada (@Chinmayi) January 1, 2025
নিউ ইয়ার ইভে ব্লিংকিট সিইও অ্যালবিন্ডার ধিন্দসা জানান যে, তাঁদের কোম্পানি এক রাতেই ১.২২ লক্ষ কন্ডম ডেলিভারি করেছে। এই তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
একজন ব্যবহারকারী লিখেন, “মাত্র এক রাতে ১.২২ লক্ষ কন্ডম ডেলিভারি হয়েছে। অন্য ই-কমার্স সাইট এবং বাজার বিক্রি মিলিয়ে এই সংখ্যা কোটি ছাড়াবে। এখনকার প্রজন্মে ভার্জিন মেয়ে পাওয়া কঠিন।”
এই মন্তব্যের রিগ্রেসিভ স্বভাব অনেককেই ক্ষুব্ধ করে। চিন্ময়ী শ্রীপদা কড়া জবাব দিয়ে লেখেন, “তাহলে পুরুষদেরও উচিত বিবাহপূর্ব যৌন সম্পর্ক থেকে বিরত থাকা।” তাঁর এই মন্তব্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ আরও যোগ করেন, “পুরুষরা কি শুধু নিজেদের স্ত্রীর সঙ্গেই কন্ডম ব্যবহার করেন?”
চিন্ময়ী শ্রীপদার মন্তব্য তাঁর দৃঢ় এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিফলন। তিনি শুধু একজন কণ্ঠশিল্পীই নন, বরং সমাজে পরিবর্তন আনার জন্য এক অনুপ্রেরণামূলক নাম।