
The Truth Of Bengal: এই মুহূর্তে খবরের এবং চর্চার শীর্ষে একটাই নাম, রাম মন্দির ও তাঁর উদ্বোধন। যা নিয়ে গোটা দেশ তথা দেশের বাইরে বিদেশেও উন্মাদনা ছড়িয়ে পরেছে।তবে এই রাম মন্দির উদ্বোধনের আগেই আরেক বড় খবর সামনে এল।অযোধ্যায় জমি কিনে ফেলেছেন বিগ-বি অমিতাভ বচ্চন। হ্যাঁ ঠিকই শুনছেন।প্রায় ১০ হাজার স্কোয়্যার ফুটের জমি কিনেছেন অমিতাভ। তাও আবার সেভেনস্টার মিক্স-ইউজ এনক্লেভ ‘দ্য সরয়ু’তে।
অযোধ্যার প্রধান নদী সরযূর তীরে ৫৩ একর জমির উপর তৈরি হচ্ছে সবচেয়ে বড় আবাসন প্রকল্পটি, যেটিকে এক কথায়, মিনি নগরী বলা চলে। সেটির নামও রাখা হয়েছে সরযূ। সেখানেই জমি কিনেছেন বিগ-বি যার মূল্য ১৪.৫ কোটি টাকা।
রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় এখন এক ভিন্ন চিত্র ধরা পড়ছে বেশ কিছুদিন ধরে।সারা দেশে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। বাদ যায়নি মায়ানগরীও। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, আলিয়া ভাটদের পাশাপাশি অমিতাভও আমন্ত্রণ পত্র পেয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে, অনুষ্ঠানের দিন বিগ বি উপস্থিতও থাকবেন বলে খবর।
Free Access