Bharti Singh: সফল হয়েছে ভারতীর অস্ত্রপচার! বাড়ি ফিরেই আবেগপ্রবণ মুহূর্ত গুলি শেয়ার করেলন অনুরাগীদের সঙ্গে
Bharti Sing: comedian bharti had a succesfull operation after returning home she shared emotional moments with her fans

The Truth Of Bengal: কৌতুক অভিনেত্রী ভারতী সিং’এর কিছুদিন আগেই হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে উঠেছিল তাঁর অনুরাগীরা। সুত্রের খবর তাঁর গলব্লাডার অপারেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং তিনি বাড়িও ফিরেছেন। তবে ইতিমধ্যেই তাঁর অপারেশন এর সময়কার জটিলতা এবং শুটিং ছেড়ে তাঁর হাসপাতালে নিয়ে যাওয়া এবং সেখানে সময় কাটনোর মুহূর্ত গুলিকে একত্রিত করে ভারতী এদিন ইউটিউবে পর পর দুটি ভ্লগ পোস্ট করেন। সেখানে ছেলেকে ছেড়ে তিনি কিভাবে থাকবেন সঙ্গে পরিবারের সকলে তাঁর যেভাবে সঙ্গে থেকেছে সবটা নিয়েই কথা বলেন তিনি।
ভিডিওতে কৌতুক অভিনেত্রী জানিয়েছেন অপারেশন এর সময় তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এবং বেশ কিছুদিন তাঁকে অসহ্যকর ব্যাথার শিকারও হতে হয়। তবে আপাতত তিনি সুস্থ আছেন সঙ্গে তিনি ভীষণ খুশি যে সন কিছু ঠিক ঠাক হয়ে গেছে।
View this post on Instagram
ভারতী ‘ডান্স দিওয়ানে ৪’ এর প্রিয় মুখ। সকলের পছন্দের। সেখানে অভিনেত্রীকে এভাবে দেখার কল্পনাও করে উঠতে পারেননি কেও। ভিডিও এর কমেন্টে তাঁর বহু অনুরাগীরা এদিন তাঁকে নিজের খেয়াল রাখার কথাও বলেন। তবে শুধুমাত্র ইউটিউবেই তিনি কেবল ভিডিও শেয়ার করেননি। তাঁকে এদিন তাঁর ইনস্টাগ্রামেও একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়, যেখানে ছেলেকে নিয়েও একটি আবেগপ্রবণ ভিডিও তুলে ধরেন তাঁর অনুরাগীদের কাছে।