
The Truth of Bengal: প্রকাশ পাওয়া বাঘাযতীনের নয়া লুক সত্যি ভয়ঙ্কর। ছবিতে অভিনেতা দেবের উষ্কখুষ্ক লুক ধরা পড়েছে। এক মুখ দাঁড়ি, কাঁচা পাকা মিলিয়ে ঝাঁকরা চুল , মুখে প্রচুর ক্ষত বিক্ষতের দাগ রয়েছে অভিনেতার। এক স্বাধীনতা সংগ্রামী জীবন কাহিনী নিয়ে তৈরি হওয়া ছবি বাঘাযতীন। একাধিক অধ্যায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে ছবিতে অভিনেতাকে দেখা যাবে নানান লুকে। পুজ আসতে আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি আর ঠিক সেই সময় মুক্তি পাবে টলিউডের খোকাবাবু অভিনিত ছবি বাঘাযতীন।
দুটি ভাষাই মুক্তি পেতে চলেছে এই ছবি। ওড়িশ্যার একটি জঙ্গলে শুটিং করতে গিয়ে চোখে চোট পান অভিনেতা, কিন্তু সেই চোট পরোয়া না করেই শুটিং চালিয়ে যান তিনি। তবে ছবিতে দর্শক অভিনেতা থুরি বাঘা যতিন কে দেখতে পাবেন নানা রূপে। কখন সে নাগা সন্যাসি আবার কখন সে পাঞ্জাবী সর্দার আবার কখন সত্যিকারের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরাধীন ভারতে ব্রিটিশ দের নজর থেকে বাঁচতে বিপ্লবীরা ছদ্মবেশ ধারন করতেন। নিজেদের প্রানের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করাই ছিল বিপ্লবীদের মূল লক্ষ্য।
বাঘা যতিন ও কিছু আলাদা ছিলেন না। নিজেকে আত্মগোপন করার ক্ষেত্রে বহু বার তিনিও ছদ্মবেশ নিয়েছিলেন। তাই ছবিতে দেবকেও দেখা যাবে নানান লুকে। ছবির ট্রেলার এবং একের পর এক প্রকাশ পাওয়া ছবি দেখে খোকা বাবু ভক্তরা বহু প্রতীক্ষা করে আছেন কবে এই ছবি বড় পর্দায় দেখতে পাবেন তারা। এবার দেখার পুজর সময় দেব অভিনিত ছবি বাঘাযতীন বক্স অফিসে কতটা সফল আনতে পারে।