‘পুষ্পা ২’ পদপিষ্ট মামলায় আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করল হায়দ্রাবাদের নামপল্লী আদালত
Allu Arjun got bail in Nampally court

Truth Of Bengal : গত ৪ ডিসেম্বর, সান্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাকে দেখতে ভিড় জমান অসংখ্য ভক্ত। অভিনেতা গাড়ির সানরুফ থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই বিশৃঙ্খলার ফলে রেবতী নামে ৩৫ বছর বয়সী এক নারীর মর্মান্তিক মৃত্যু হয় এবং তার আট বছরের সন্তান আহত হয়।
BREAKING UPDATE 🚨
Icon Star @alluarjun is granted with regular bail from Nampally Court. #AlluArjun #TeluguFilmNagar pic.twitter.com/IdnsuhiWBr
— Telugu FilmNagar (@telugufilmnagar) January 3, 2025
এই ঘটনার পর, ১৩ ডিসেম্বর পুলিশ আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে। জামিনের জন্য ৫০ হাজার টাকা বন্ড প্রদানের পর ১৪ ডিসেম্বর তাকে মুক্তি দেওয়া হয়।
অভিযোগকারী জানান, ঘটনাস্থলে চিক্কাডপল্লি থানার পুলিশের লাঠিচার্জ এবং প্রয়োজনীয় নিরাপত্তার অভাবের কারণেই ওই নারীর মৃত্যু এবং তার সন্তানের গুরুতর আঘাতের ঘটনা ঘটে।
মামলার ভিত্তিতে আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আল্লু অর্জুনের জামিন প্রাথমিকভাবে চার সপ্তাহের জন্য মঞ্জুর হয়েছে। বিচারপ্রক্রিয়া এখনো চলমান রয়েছে।