মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : কাঠফাটা রোদে তৃণমূল প্রার্থীর ভরসা এখন নুন চিনির জল, প্রচারে বেরিয়ে কি বার্তা দিলেন তিনি ?

Lok Sabha Election 2024 : The Trinamool candidate's hope in the scorching sun is now salt sugar water, what message did he give in the campaign?

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী: আরামবাগ :  কাঠফাটা রোদে নুন চিনির জল সঙ্গে নিয়েই ভোট প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। প্রচারের মাঝে কর্মীদের সাথে কথা বলেন তিনি। এত গরমের মাঝেও খোশ মেজাজে প্রচার সারছেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ সহ তৃণমূল কর্মীরা।

চৈত্রেই ৪০ ডিগ্রী তাপমাত্রা ছুঁইছুঁই। এদিন আরামবাগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রী। তীব্র দাবদাহেও প্রচারে খামতি রাখছেন না প্রার্থীরা। মঙ্গলবার আরামবাগের খানাকুলের ঠাকুরানী চক সহ খনকুলের একাধিক এলাকায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মিতালী বাগ। বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। তার মাঝেই গরমে স্বস্তি পেতে কখনো নুন চিনির জল।

Related Articles