মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : প্রচণ্ড গরমে অসুস্থ রচনার প্রচারসঙ্গী, কি হয়েছে তাঁর ?

Lok Sabha Election 2024 : Rachna's campaign partner who is sick in the heat, what happened to him?

The Truth Of Bengal : হুগলি : রাকেশ চক্রবর্তী :  রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরিয়ে তার গাড়িতেই অসুস্থ হয়ে পড়লেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে তাকে নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য।

হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সপ্তগ্রাম বিধানসভা এলাকায় ভোট প্রচারে রয়েছেন। সকালে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন। বাঁশবেড়িয়া থেকে ডানলপ কোয়ার্টার পর্যন্ত চলে জনসংযোগ। প্রার্থীর সঙ্গে প্রচারে রয়েছেন বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী রচনার সঙ্গে প্রচারে ছিলেন। হংসেশ্বরী মন্দির থেকে পূজো দিয়ে বেরোনোর পর হুডখোলা গাড়িতে জনসংযোগ করছিলেন প্রার্থী।সেই গাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পরেন আদিত্য নিয়োগী।

এরপর তড়িঘড়ি তাকে বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। জানা গেছে,  প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পরেন চেয়ারম্যান।

Related Articles