মসনদের লড়াই

lok sabha election 2024: কলকাতায় কমিশনের দফতরে নতুন অফিসার, দায়িত্ব পেলেন চিফ ইলেক্টোরাল অফিসারের

lok sabha election 2024: New officer in the office of the commission in Kolkata

The Truth of Bengal: মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের দুই সিনিয়র অফিসারকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যে দুই অফিসারকে সরানো হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার রাহুল নাথ। জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার রাহুল নাথকে সরানো হয় তার পদ থেকে। নির্বাচন কমিশনের জয়েন্ট চিফ ইলেকট্রোলার অফিসার পদে এলেন অর্ণব চ্যাটার্জী। জয়েন্ট সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পদে ছিলেন অর্ণব চ্যাটার্জী।

কাকে বসানো হবে তা নিয়ে নানা রকমের চর্চা চলছিল। সোমবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্ণব চ্যাটার্জী এই পদে এলেন। বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ আনা হয়েছিল। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসেছিল।

ফুল বেঞ্চের সামনে বিজেপি কংগ্রেস সিপিএম সহ বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় কমিশনের দফতরের অনেক অফিসারের সঙ্গে রাজ্যের শাসক দলের বোঝাপড়া রয়েছে। রাজ্য সরকারের অতি ঘনিষ্ঠ অফিসার হিসেবে কাজ করছেন। পক্ষপাতদুষ্ট কাজ করছেন বলে অভিযোগ ওঠে। কয়েকদিন আগে সরানো হয় দুই অফিসারকে। অমিত রায়চৌধুরীর জায়গায় আগেই দায়িত্ব দেওয়া হয় দিব্যেন্দু দাসকে। এবার রাহুল নাথের জায়গায় আনা হল অর্ণব চ্যাটার্জীকে।

Related Articles