Lok Sabha Election 2024 : ভোট প্রচারে বেরিয়ে যা করলেন বীরভূমের বিজেপি প্রার্থী? দেখে অবাক সকলে
Lok Sabha Election 2024 : What did Birbhum's BJP candidate do in the election campaign? Everyone was surprised

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই মাঠে ময়দানে ভোট প্রচারের লড়াই নেমে পড়েছেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশীষ ধর। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন শহর এলাকায় প্রচার শুরু করেছেন সে মতো সিউড়ি পৌর এলাকায় প্রথম পদযাত্রার মাধ্যমে দিন আটজন বাজার ১৮ নম্বর এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারলেন প্রার্থী দেবাশীষ ধর।
কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “যে এলাকায় প্রচার করতে যাচ্ছেন শুধু অভিযোগের ঝুড়ি নিয়ে তার কাছে সামিল হচ্ছেন সাধারন মানুষ। কেউ বলছে বাধ্যক ভাতা পায় না কেউ বা বলছে পানীয় জল নেই। কেউবা বলছে বাড়ি পায় না এছাড়াও একাধিক অভিযোগ তুলে তার কাছে উপস্থিত হচ্ছে। তিনি আরও জানান, “এত বছরের সংসদ থাকা সত্ত্বেও কেন উন্নয়ন করেনি সেটা এখন প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সিউড়ি হাটজন বাজার রেল ওভার ব্রিজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকারের জমি দিতে অনেক জটিলতা দেখা যায় কিন্তু কেন্দ্র সরকারের কোন কাজ রাজ্য সরকারের জায়গার উপর হলে রাজ্য সরকার যদি দিতে দেরি করে, তাহলে অনেকটা কাজের ব্যাঘাত ঘটে। এই দীর্ঘদিনের মানুষের সমস্যা মেটানোই আমাদের কাজ। কিন্তু রাজ্যের থাকলে অনেক সমস্যার মধ্যে থাকতে হয় আগামী দিনে এই সমস্যাও মিটে যাবে।”