Lok Sabha Election 2024 : নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল
Lok Sabha Election 2024 : Various political parties are busy campaigning for the election

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই নির্বাচনকে পাখির চোখ করে তুলতে মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। সকাল থেকে মেঘলা আকাশের আবহাওয়ার মধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার সাইকেলে চেপে জনসংযোগ করছে বাড়ি বাড়ি গিয়ে। সঙ্গে মুখ্যমন্ত্রীর দেওয়া সবুজ সাথী সাইকেল নিয়ে মানুষের কাছে পৌঁছে দিদির প্রকল্পগুলি তুলে ধরছেন।
অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক পুর্কায়ত কাকদ্বীপ বিধানসভার অক্ষয়নগর শিবপুরে শ্রী শ্রী দীনবন্ধু গোস্বামী স্মৃতি ১৬৭ তম দশম দোল উৎসব উপলক্ষে শ্রী শ্রী শ্যামলাল চক্রবর্তীর বাড়িতে পূজা দিলেন এবং গুরু মায়ের আশীর্বাদ প্রার্থনা নিয়ে জনসংযোগ করতে শুরু করলেন তা ছাড়াও প্রসাদ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। তাই এই রবিবারে প্রচার জমজমাট মনে করছে রাজনৈতিক মহল।