Lok Sabha Election 2024 : ক্যারাম খেলে নির্বাচনী জনসংযোগ বাম প্রার্থী সব্যসাচীর
Lok Sabha Election 2024 : Left candidate Sabyasachi playing carom election PR

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : সোমবার হাওড়ার বালিটিকুড়ি এলাকায় গাছ লাগিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন হাওড়া সদর বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। পাশাপাশি এদিনের জনসংযোগ যাত্রা সারতে সারতে স্থানীয় ক্লাবের ছেলেদের সঙ্গে ক্যারাম খেললেন বাম প্রার্থী।
নিজেদের প্রচারের বিষয়গুলোকে সামনে রেখে সাংবাদিকদের সামনে সব্যসাচী বলেন, ‘ রাজ্য সরকারের বিভিন্ন পরিসংখ্যান বলছে হাওড়া একটি দূষিত নগরী। তাই আমরাও আমাদের প্রচারে মানুষের কাছে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছি। আমাদের দলের যে নির্বাচনী ইশতেহার তাতেও পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে।’ পাশাপাশি সব্যসাচী আরও অভিযোগ করে বলেন, ‘ একটি রাজনৈতিক দল, নিজেদের প্রচার মিছিলের জন্য গাছ কেটে ফেলছে। এরা ভোটকে গাছের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, তারা প্রয়োজন হলে মানুষকেও মেরে ফেলবে। প্রাণ ধ্বংস করতে এরা ভাবে না, এদের শুধু ভোট চাই। আমি পুলিশকে গাছ কাটার প্রমান পেলে নির্দিষ্ট স্থানে পাঠাবো। নির্বাচনী পুলিশের সাহায্য রাজনৈতিক দল নিতে পারে না। পুলিশের মধ্যেই অনেকে আছে তারা প্রমান দেবে, পেলে এদের বারোটা বাজাবো।’