মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : টালমাটাল বীরভূমে প্রচারে চমক টানতে মরিয়া বিজেপি, মোদি-নাড্ডার পর কে এলেন বঙ্গে?

Lok Sabha Election 2024: BJP desperate to pull a surprise in the turbulent Birbhum campaign, who came to Bengal after Modi-Nada?

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস :  মূলত কেন্দ্রের নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বীরভূমের লোকসভা কে পাখির চোখ করে প্রচারের ময়দানে নেমে পড়েছে। এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয় সিপিএম, কংগ্রেস, তৃণমূল সহ বিজেপি। তাই ইতিমধ্যেই নির্বাচনের দিন আসতে হয়েছে বিভিন্ন নেতাদের। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কখনো আবার স্মৃতি রানীকে কখনো আবার জিপি নাড্ডা কে আবার কখনো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

আর সিউড়ি সফর ঘিরে যোগী আদিত্যনাথ এর মঞ্চে কড়া নিরাপত্তা থেকে শুরু করে শেষ মুহূর্তের শেষ প্রস্তুতি তুঙ্গে।  যেখানে নির্বাচন কমিশনের নিয়ম মেনে জনসভা করতে আসছেন যোগী আদিত্যনাথ। আগামী ৩০ শে এপ্রিল সভা করবেন দুপুর ১:৩০ টা নাগাদ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুপুর একটা দশে সিউড়ির শেষ দপ্তর কলোনির মাঠে ফেলি পেটে নামবেন তিনি তারপরে সেখান থেকে রওনা দেবেন। কড়া নিরাপত্তায় সভা মঞ্চে দিকে সব মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্যের নেতৃত্ব সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও উপস্থিত থাকবেন দেবাশীষ ধর এর পরিবর্তে নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য যোগীর মঞ্চ থেকে তার নাম উত্তীর্ণ করে প্রচার কর্মসূচি এদের মাঠে নামবেন নিজেদের দল।

অপরদিকে কি বার্তা দিতে চলেছেন যোগী আদিত্যনাথ বীরভূমের উদ্দেশ্যে এখন পাখির চোখ করে বসে আছে বিজেপির বীরভূম জেলা নেতারা। অপরদিকে ২ লোকসভা কে কাবু করতে ইতিমধ্যে কেন্দ্র থেকে ছুটে আসতে হচ্ছে বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেসের হেভিওয়েট নেতাদের এখন দেখার বিষয়, কার হাতে থাকবে বীরভূম জনতার রায়ের কার হাতে তুলে দেবে বীরভূম কে।

Related Articles