শিক্ষা

প্রাথমিক টেটের দিনক্ষণ বদল! কবে হবে পরীক্ষা? জেনে নিন

TET exam date resceduled

The Truth of Bengal: প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক টেটের দিনক্ষণ বদল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১০ ডিসেম্বরের বদলে এবার ২৪ ডিসেম্বর হবে পরীক্ষা। বেলা ১২ টায় শুরু হবে পরীক্ষা। শেষ হবে আড়াইটেয়। এবারের পরীক্ষায় শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরা অংশ নিতে পারবেন। বিএড পাশরা আর পরীক্ষা দিতে পারবেন না।

গত বছরের ডিসেম্বর মাসে প্রাথমিক টেটের পরীক্ষা হয়েছিল। তাতে কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী সেই টেটে উত্তীর্ণও হয়েছেন। তবে, সেই নিয়োগ প্রক্রিয়াও পড়েছে আইনি জটিলতায়। ২০২২ টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। তার মাঝেই চলতি বছরের টেটের দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ। পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। কিন্তু এবার বদলাল পরীক্ষার দিনক্ষণ।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, পরীক্ষার দিনক্ষণ বদলের কারণ হলো, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও অন্যান্য প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগবে। তাই পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে।

Free Access

 

Related Articles