তেলেঙ্গানায় যাত্রীবাহী গাড়ির ডিভাইডারে ধাক্কা! মৃত তিন শিশুসহ ৫ জন
Many kids killed in Telangana as pick up van hits divider

Truth Of Bengal : যাত্রীবাহী গাড়ির ডিভাইডারে ধাক্কা। ঘটনাস্থলে মৃত তিন শিশুসহ ৫ জন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলার অন্তর্গত এলাকায়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, মৃতদের মধ্যে তিনজনই শিশু। তাদের নাম, আলী (৮), মোহাম্মদ ওসমানউদ্দিন (১১), ফরিদ (১২)। ইতিমধ্যে বাকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফরিদকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে বাকি দুইজন শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়াও প্রাণ হারিয়েছেন আরো দুইজন।
ঘটনাটি ঘটে আদিলাবাদের গুড়িহানুর মন্ডলের মেকালাগান্ডি মোড়ের কাছে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে মোট আটজন যাত্রী ছিলেন। গাড়িটি নির্মল জেলার ভৈনসা থেকে আদিলাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনায় ৮ জন যাত্রীর মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকিদের নিকটবর্তী স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত এবং মৃতরা সকলেই একই পরিবারের সদস্য ছিলেন। তারা সবাই মিলে আদিলাবাদ টিচার্স কলোনি এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার পরিবারের সবাই ভৈনসা থেকে বাড়ি ফিরছিলেন। তখনই ঘটে এই বিপত্তি। তবে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।