ভারতীয় নৌসেনায় আসছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, শঙ্কায় চিন, পাকিস্তান
Terrible missiles are coming to the Indian Navy, China, Pakistan are worried

Truth Of Bengal: নৌসেনার ডুবোজাহাজে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে DRDO। তাতেই অস্বস্তি বাড়বে চিন ও পাকিস্তান দেশের। কি কি থাকেছে এই নতুন ক্ষেপণাস্ত্রে? DRDO সূত্রে জানা গিয়েছে, একাধিক ক্ষমতা দিয়ে এই ক্ষেপণাস্ত্রকে তৈরি করা হবে। তার মধ্যে থাকছে পরমাণু অস্ত্র বহন ক্ষমতা, এর সঙ্গে থাকছে ৯০০০ কিমি দূরে হামলা চালানোর ক্ষমতা।
এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পোশাকি নাম কে-৫। ২০০০ কেজি বিস্ফোরক বহন করতে পারবে কে-৫। এখানেই শেষ নয় এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় ‘শত্রুপক্ষের’ রাডারে ধরা পড়বে না কে -৫। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি থাকছে এমআইআরভি প্রযুক্তি। যার মাধ্যমে একাধিক নিশানায় হামলা চালাতে পারবে ক্ষেপণাস্ত্রটি।
প্রসঙ্গত, ভারতের কাছে রয়েছে কে-৪ ক্ষেপণাস্ত্র। যা ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার শক্তি বাড়িয়েছে। এবার তাতে যুক্ত হতে চলেছে কে-৫ এবং কে-৬। যা নৌসেনার শক্তিকে আরও দ্বিগুন করবে। কে-৫ ক্ষেপণাস্ত্রের থেকে কে-৬ আরও শক্তিশালী হতে চলেছে। কে-৬ ক্ষেপণাস্ত্রে তিন হাজার কেজি ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারবে। পাশাপাশি ৮ হাজার থেকে ১২ হাজার কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম কে-৫। যদি ভারতীয় মহাসাগর থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে প্রতিবেশী দেশের বহু এলাকা আওতায় আসতে পারে। DRDO নতুন আবিষ্কারে চিন্তা বেড়েছে প্রতিবেশী দেশগুলির।