দেশ

প্রধানমন্ত্রীর কেন্দ্রে জেলমুক্ত গণধষর্ণে অভিযুক্ত দুই বিজেপি নেতা, ফুল দিয়ে করা হল বরণ

Two BJP leaders accused of rioting without jail were felicitated with flowers at the Prime Minister's Centre

Truth Of Bengal: কলকাতার আরিজ কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রিতবাদে পথে নেমেছেন আমজনতা থেকে সব মহল। সম্প্রতি গণধর্ষণের ঘটনায় দ্রুত কড়া শাস্তির পক্ষে সওয়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যিদকে তারই লোকসভা কেন্দ্র বারাণসীতে গণধষর্ণে অভিযুক্ত দুই বিজেপি নেতা জেল থেকে ছাড়া পেতেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হল।

প্রসঙ্গত ২০২৩ সালে বারাণসীর আইআইটি-বিএইচইউয়ের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপির আইটি সেলের একাধিক সদস্যের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে নরেন্দ্র মোদি, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডার একাধিক ছিব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। প্রথমেদিকে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো দূরের কথা তাঁদের পাঠিয়ে দেওয়া হয় মধ্যপ্রদেশে ভোট প্রচারে। পরের দিকে চাপে পরে গ্রেফতার করলেও, আদালতে সরকারি আইনজীবী তাঁদের বিরুদ্ধে তেমন কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি। ফলে ২ জুলাই অভিযুক্তদের জামিন মঞ্জুর করে আদালত।

২৯ আগস্ট জেল থেকে মুক্তি পায় অভিযুক্তরা। গ্রেপ্তারের ৭ মাস পর জেল থেকে ছাড়া পেতেই ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানাতে দেখা যায় বিজেপি নেতাদের। ধষর্ণে অভিযুক্ত নেতাদের এমন রাজকীয় অভ্যর্থনার ঘটনায় সরব হয়েছে বিরোধী শিবির। এই ঘটনায় কংগ্রেস নেতা অজয় রাই বলেন, ‘অন্য ক্ষেত্রে যোগী সরকার অভিযুক্তদের বাড়িতে বুলডোজার চালায়। কিন্তু এ ক্ষেত্রে বিজেপি ধর্ষকদের ফুল-মালা দিয়ে স্বাগত জানিয়েছে।’ পাশাপাশি তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘আরএসএস নিজের সংগঠনে মহিলাদের প্রবেশাধিকার দেয় না। বিজেপি-আরএসএস মহিলাদের সমস্যা কী বুঝবে? তাই ধর্ষকদের জামিন নিয়ে উল্লাস করছে।’

Related Articles