কলকাতা-সহ দেশের ৪০টি শহরে অনলাইন ডেলিভারির কাজেযুক্ত কর্মীদের আয় বছরে আড়াই লাখ টাকার নীচে: সমীক্ষা
Income of online delivery workers below Rs 2.5 lakh per annum in 40 cities across country including Kolkata: Survey

Truth Of Bengal: ভারতে গিগ ইকনমি বা যারা অনলাইন ডেলিভারির কাজে অনেকেই যুক্ত রয়েছেন। আজকাল অনলাইনে পণ্য কেনাকাটা বেড়েছে। সেইসব অনলাইন ডেলিভারির কাজেযুক্ত কর্মীদের আয় ও কর সচেতনতা নিয়ে একটি সমীক্ষা হয়। সেই সমীক্ষা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। Borzo যা আগে ওয়েফাস্ট নামক সংস্থা হিসাবে পরিচিত ছিল একটি বিশ্বব্যাপী same day delivery company, তারাই সমীক্ষা চালায়। জোম্যাটো, সুইগি, উবের, আমাজনের ২ হাজারের বেশি কর্মীর ওপর সমীক্ষা চালানো হয়।
কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর, আহমেদাবাদ, চেন্নাই, পুনে, গুরুগ্রাম, নয়ডা, লখনউ, ইন্দোর, চণ্ডীগড়, সুরাত, উদয়পুর, অমৃতসর, ভদোদারা, ঠানে, কানপুর, ভোপাল, হরিদ্বার, গুয়াহাটি, গাজিয়াবাদ, ফরিদাবাদ, কাঞ্চিপুরম, লুধিয়ানা, পিম্পরি চিঞ্চওয়াড়, রায়বরেলি, কল্যাণ, চাপড়া, পালঘর, কাশীপুর, নাসিক, জলন্ধর, বাগপত, সাহারানপুর, মোহালি, নাদিয়াড়, রোহতকের মতো ভারতের বিভিন্ন ছোটোবড়ো শহরে অনলাইন ডেলিভারিকর্মীদের ওপর সমীক্ষা চালানো হয়। কর্মীদের আর্থিক চ্যালেঞ্জ ও কর সচেতনতা সম্পর্কে বিশদভাবে জানতেই সমীক্ষা চালানো হয়।
এসব অনলাইন ডেলিভারির কাজে যুক্ত কর্মীরা অনেক সময় পার্টটাইম কাজ করেন। তাই তাঁরা স্থায়ী কর্মীদের মতো আর্থিক সুবিধা পান না। ৭৭.৮% ডেলিভারিকর্মীর আয় বছরে আড়াই লাখ টাকার নীচে। অর্থনৈতিক নিরাপত্তা খুব কম। আরও উদ্বেগজনক হল কর সচেতনতার অভাব। ৬১% কর্মী আয়করের ধাপ সম্পর্কে বিশদ তথ্য জানেন না। মাত্র ৩৩.৫% আয়কর রিটার্ন দাখিল করেছেন। ৬৬.৫% কোনোদিন আয়কর রিটার্ন দাখিল করেননি।