রাজ্যের খবর

সহকর্মীর অনৈতিক আচরণের প্রতিবাদে কর্মবিরতিতে বোলপুর শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা

Bolpur Shailbala High Girls High School teachers on strike to protest against immoral behavior of colleagues

Truth Of Bengal: বোলপুর শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন প্রধান শিক্ষিকা সহ অন্যান্য সকল সহ শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। তাদেরই সহকর্মী জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা অপর্ণা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক আচরণ করার প্রতিবাদে এই কর্মবিরতি পালন করছেন তারা। ঐ শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তিনি বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই নিয়মিতভাবে ক্লাস নেন না।

পাশাপাশি কিছু বছর আগে তিনি স্কুলেরই প্রধান শিক্ষিকা রুবি রায়ের বিরুদ্ধে তাকে জাতিগত বিদ্বেষে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলেছিলেন। কিন্তু আদালতে সেই মামলা খারিজ হয়ে যায়। অভিযোগ তার পর থেকেই স্কুলে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করছেন অপর্ণা সরকার। ছাত্রীদের ক্লাস না নেওয়াই তারা জীবন বিজ্ঞান বিষয়ে পিছিয়ে পড়ছে পাশাপাশি পরীক্ষার খাতায় তিনি দেখেন না বলে অভিযোগ।

তার মধ্যেই কিছুদিন আগে প্রধান শিক্ষিকা ও দুই সহশিক্ষিকার বিরুদ্ধে তাকে শারীরিক ও মানসিক হেনস্তা করার অভিযোগ তুলে বোলপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই শুক্রবার থেকেই স্কুলে পঠন পাঠন বন্ধ রয়েছে। অপর্ণা সরকার মিথ্যা অভিযোগ তুলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছেন। তাই যতদিন না এই সমস্যা মিটছে ততদিন অবধি কর্ম বিরতি চলবে বলে জানিয়েছেন শৈল বেলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা।

স্কুলে এসে ক্লাস না হওয়ায় সমস্যায় পড়েছেন ছাত্রীরা। তাই এদিন স্কুল চত্বরে এসে বিক্ষোভ দেখান ছাত্রীদের অভিভাবকরাও। তাদের দাবি শিক্ষিকাদের অভ্যন্তরীণ বিষয়ের কারণে পঠন-পাঠন বন্ধ থাকায় ছাত্রীরা সমস্যায় পড়ছে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষিকা অপর্ণা সরকারের পাল্টা অভিযোগ তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় স্কুলের মধ্যে। শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেন প্রধান শিক্ষিকা সহ অন্যান্য সহ শিক্ষিকারা।

এমনকি স্টাফ রুমে তাকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই সমস্ত কিছুর বিচার চেয়ে তিনি বোলপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে শনিবার চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে।

Related Articles