নৃশংস! মাকে খুন করে পলাতক গুণধর পালিত ছেলে, তদন্তে পুলিশ
Brutal! Gunadhar adopted son who killed his mother, police investigating

The Truth Of Bengal : মাকে খুন করার অভিযোগ উঠল গুণধর পালিত ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার হিজলপুকুর এলাকায়। রবিবার সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। অভিযোগ তারপরেই ঘরের দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলার নলি কেটে হত্যা করে পালিত ছেলে অয়ন বিশ্বাস। এরপর সবার নজর এড়িয়ে দোতলা বাড়ির পিছন দিক থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। মৃত মহিলার নাম রুবি বিশ্বাস। বছর পঁয়ষট্টির রুবি দেবীর হত্যার ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পরে ব্যাপক চাঞ্চল্য।
উত্তর ২৪ পরগনার হাবড়ার হিজলপুকুর এলাকায় বাড়ি বিশ্বাস দম্পতির। নিঃসন্তান জয়গোপাল বিশ্বাস ও রুবি বিশ্বাস ছোটবেলা থেকেই পুত্রস্নেহে মানুষ করে আসছিলেন অভিযুক্ত অয়ন বিশ্বাসকে। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, অয়ন পরবর্তীতে নেশায় আসক্ত হয়ে পড়ে যা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রুবি দেবী। অয়নকে সমাজের মূল স্রোতে ফেরাতে তাকে একটি নেশামুক্ত কেন্দ্রে ভর্তিও করেন ওই দম্পতি। দিন দুয়েক আগেই সেখান থেকে বাড়ি ফিরেছিল অয়ন। তারমাঝেই রবিবার এই ঘটনা ঘটিয়ে নিখোঁজ হয়ে যায় সে।
মৃত রুবি বিশ্বাসের দেবর সমীরকুমার বিশ্বাসের বয়ান অনুসারে, রবিবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পরে পালিত ছেলে অয়ন। তারপরেই ঘরের দরজা বন্ধ করে ধারালো অস্ত্রের সাহায্যে মায়ের গলার নলি কেটে খুন করে পালিয়ে যায় সে। গোটা ঘটনার বিবরণ জানিয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।