খেলা

ইউরোর আগে ছিটকে গেলেন পাবলোভিচ, দলে এলেন কান

Pavlovic was knocked out before the Euros, Kahn came into the team

The Truth of Bengal: দোড়গোড়ায় ইউরো কাপ। জার্মানি দল প্রথম ম্যাচ খেলতে নামছে স্কটল্যান্ড বিপক্ষে। তার আগে খারাপ খবর গোটা দলের জার্মানি দলের ক্ষেত্রে। কারণ চোট পেয়েছেন দলের অন্যতম খেলোয়াড়। ছিটকে গেলেন আলেকজান্দার পাভলোভিচ। যদিও জার্মানির দল থেমে থাকে নি। তার পরিবর্তন খেলোয়াড় খুঁজে নিয়েছে জার্মানির ফুটবল কর্তৃপক্ষ। নতুন খেলোয়াড়ের নাম ও ঘোষণা করা হয়েছে। পাবলো বিচের পরিবর্তন হিসেবে ডাক পেয়েছেন এমরে কান। এই এমরে কানের নেতৃত্বে বুরুসিয়া ডর্টমুন্ড এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে পেরেছে।

এদিকে পাবলোভিচ কেরিয়ারে প্রথমবার ইউরো কাপ খেলার সুযোগ পেয়েছিলেন দেশের হয়ে বড় টুর্নামেন্টে নামার আগেই চোট পেয়ে চিঠিকে গেলেন ২০ বছর বয়সী এই ফুটবলার । টন্সিলাইটিসের সমস্যায় পড়ায় প্রথম বড় কোন টুর্নামেন্টের নামার স্বপ্ন অধরায় থেকে গেলো । কান আগে খেলতেন লিভারপুলের হয়ে। তিনি দেশের হয়ে ৪৩ টি ম্যাচেও খেলেছেন হলে তা হলো উইচের যোগ্য বিকল্প পেয়েছে জার্মান।

জার্মানির হয়ে কোচ জানিয়েছেন কান দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত ছিল। তিনি আলোচনা কানের মতনই এমন কাউকে খুজতেছিল দল যার অভিজ্ঞতা রয়েছে বেশ কয়েকটি ম্যাচ খেলার এবং চাপ সামলাতে পারবে এরকম বড় ম্যাচের ক্ষেত্রে। সেজন্যই কানকে ডাকা। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত সাড়ে বারোটার সময় মুখোমুখি হতে চলেছে জার্মানি ও স্কটল্যান্ড। এই ম্যাচে পাবলোভিচের জায়গায় নেওয়া কান কেমন পারফর্ম করেন সেটাই দেখার।

Related Articles