বিনোদন

“ভুলেছি শোক?” কার সংস্পর্শে সমস্ত শোক ভুলেছেন গায়ক অনুপম?

"Forgot grief?" Singer Anupam forgets all grief in contact with?

The Truth Of Bengal : কয়েকদিন ধরে একটি পোস্ট সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যেখানে দেখা যাচ্ছে বিশিষ্ট সংগীত পরিচালক অনুপম রায় মাথা নিচু করে আপন মনে ডাইরিতে কি সব যেন লিখছেন। এবারে সবার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে এত মনোযোগ সহকারে কি এমন লিখছেন গায়ক?

সম্প্রতি অনুপম নিজেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তিনি হাতে পেন ও ডাইরি নিয়ে কি যেন লিখছেন। আর এই ছবি র ক্যাপশনে লিখেছেন, ” সাহসী কোনো কথায়, ঠোঁট পুড়ে গিয়েছিল। স্মৃতিহীন কোন আলাপে, এ জীবন বেছে নিল? প্রতিটা দিন প্রতিটা রাত কার ইশারায় ভুলেছি শোক, হাজার চোখ খোঁজে আমায়!” গায়কের এই পোস্টটি ভাইরাল হতেই উঠেছে কমেন্টের ঝড়। কেউ কমেন্টে লিখেছেন, “সুখী দম্পতি”, আবার কেউ বলছেন, “আপন মনে কি এমন লিখছেন?”

 

View this post on Instagram

 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

চলতি বছরে মার্চের দুই তারিখে বিখ্যাত বাঙালি গায়িকা প্রশ্মিতা পাল এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনুপম। গুঞ্জন শোনা যাচ্ছিল তাদের সম্পর্ক নাকি অনেকদিনের। তবে, পিয়ার সাথে বিচ্ছেদের পর এখন প্রশমিতার সাথে বেশ ভালো রয়েছেন অনুপম। আপাতত জমিয়ে সুখের সংসার করছেন দম্পতি। তবে এই পোস্টটি তাহলে সেই সুখের প্রতিচ্ছবি?
বেশ কিছুদিন আগে অনুপম-প্রশ্মিতা বিদেশে মধুচন্দ্রিমা করতে গিয়েছিলেন। এই সুখী সংগীত দম্পতির হানিমুনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল।

Related Articles