মসনদের লড়াই
তৃণমূলের এজেন্টকে অপহরণের অভিযোগ দেবাংশু-র
Devanshu accused of kidnapping Trinamool agent

The Truth Of Bengal : ষষ্ঠ দফা ভোট শুরু হতেই শিরোনামে নন্দীগ্রাম।নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর ২ এজেন্টকে অপহরণের অভিযোগ। সোনাচূড়ায় বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তৃণমূলের। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ, ভোটারদের এপিক কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ। ২৭০ থেকে ২৮৪ নম্বর বুথ পুরোটাই সন্ত্রাস তৈরি করেছে বিজেপি অভিযোগ জানিয়েছেন প্রশাসনে। সাকো ভেঙ্গে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। গোটা ঘটনা পর্যবেক্ষক কে জানিয়েছেন বলে জানান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।