দেশ
Trending

Uttar Pradesh: মালা বদলের সময় হবু স্ত্রী’কে চুমু খাওয়ার অপরাধে মার খেয়ে মাথা ফাটল নতুন বরের

Uttar Pradesh: Groom beaten up for kissing wife at the time of 'Varmala Ceremony'

The Truth Of Bengal: সাধারণত বিয়ে মানে দুই পরিবারের সঙ্গে নতুন দুই মনের মিলন। সেখানেই আজকাল বিয়ের পিঁড়িতে নব দম্পতীর চুম্বনের দৃশ্য আসলেই ভীষণভাবে স্বাভাবিক এবং প্রায়শই দেখা যায় সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হতে দেখা যায় প্রায়শই। সেখানেই বরের নিজের মনের সাধ পূরণ করতেই পেতে হল এমন শাস্তি! সোমবার উত্তর প্রদেশের আশোক নগরে বিয়ে পর্ব চলাকালীন তা রণক্ষেত্রে পরিণত হয়ে যায় এক নিমেষে। এদিন হাপুরের ওই দুই নতুন দম্পতীর মালাবদল চলাকালীন নতুন জামাই নব বধূকে প্রকাশ্যে চুমু খেলে তা ভালো চোখে দেখেননি মেয়ের বাড়ির সদস্যরা। শুরু হয় একে অপরের সঙ্গে তুমুল বচসা।

যার পর হাতে ডাণ্ডা নিয়ে মালাবদল হওয়ার স্টেজে উঠে পরেন কনে পক্ষ। শুরু হয় মারধর যার ফলে কনের বাবা সহ আহত হন ছয় জন। এরপর তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা উভয় পরিবারের মোট সাতজনকে আটক করেন। এবং এরপর আহতদের সকলকে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে সোমবার দুই-বোনের বিয়ে ছিল একই দিনে। প্রথম বিয়ে ঠিকঠাক ভাবে হয়ে গেলেও দ্বিতীয় বোনের বিয়েতেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা বিয়ে বাড়ি। এক্ষেত্রে পুলিশ জানিয়েছেন যে, কনের বাবার অভিযোগ করে ছিলেন তাদের কাছে, যে বর তাঁর মেয়েকে মালাবদলের সময় জোড় করে চুম্বন করছিল। তাই তাঁরা এই পথ বেছেনেন বরকে শায়েস্তা করতে। তবে এদিন হাপুর সিনিয়র পুলিশ আধিকারিক রাজকুমার আগরওয়াল বলেন যে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles