দেশ

Char Dham Yatra 2024 : চার ধাম যাত্রায় দর্শনার্থীদের জন্য একাধিক নিষেধাজ্ঞা! নিয়ম ভাঙলেই মিলবে কড়া শাস্তি

Char Dham Yatra 2024 : Multiple restrictions for visitors in Char Dham Yatra! Violation of the rules will result in severe punishment

The Truth Of Bengal : চারধাম যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১২ টি জ্যোতির লিঙ্গের মধ্যে একাদশ জ্যোতির লিঙ্গ অর্থাৎ কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। আর এই চারধাম যাত্রা শুরু হতেই রেকর্ড ভিড় কেদার-বদ্রী-গঙ্গোত্রী-যমুনোত্রীতে। আটক হয়ে পড়েছিলেন একাধিক দর্শনার্থীরা। ঘটেছিল একাধিক বিপদও। গত পাঁচ দিনে কমপক্ষে ১১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এত ভিড়ের চাপে দুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল অফলাইন রেজিস্ট্রেশন। তবে এবার বিরাট সিদ্ধান্ত উত্তরাখন্ড সরকারের। চারধাম যাত্রায় নানান নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তারাখন্ড সরকারের তরফ থেকে কী কী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে?

১) উত্তারাখন্ড সরকারের তরফ থেকে চারধাম যাত্রা আয়োজনকারীদের জানানো হয়েছে, আগামী ৩১ শে মে পর্যন্ত চারধামে ভিআইপি দর্শন বন্ধ থাকবে। অতিরিক্ত বন্যার্থীদের চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব রাধা রাতুরি।

২) উত্তরাখান্ড রাজ্যের মুখ্য সচিব বলেছেন, এখন থেকে চারধাম যাত্রা নিয়ে রিল তৈরি করে কোন ভুয়ো তথ্য বা গুজব ছড়ানো যাবে না। যদি কেউ এই ধরনের কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে প্রশাসন।

৩) মন্দিরের ৫০ মিটারের বেশ্বার্থের মধ্যে কোন রকম ভিডিওগ্রাফি বা সোশ্যাল মিডিয়া রিল ইত্যাদি করা যাবে না।

যেহেতু চারধাম যাচাই বিপুলসংখ্যক ভক্তের আগমন ঘটে সেহেতু মন্দির চত্বরে কিছু লোক রিল তৈরি বা ভিডিওগ্রাফি করার চেষ্টা করে। আর এতে প্রচুর ভিড় হয়। ফলে অসুবিধা হয় পূর্ণার্থীদের। তাই অহেতুক ভিড় আটকাতে এই ধরনের সিদ্ধান্ত নিল উত্তরাখন্ড সরকার। এছাড়াও আগে চারধামে মন্দিরের ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে যে নিষেধাজ্ঞা ছিল তাও কার্যকর থাকবে।

প্রসঙ্গত, গত ১০ ই মে থেকে চারধাম যাত্রা শুরু হয়ে গিয়েছে। যাত্রার নিবন্ধন গত ২৫ এপ্রিল শুরু হয়েছিল। এরপর, দেশ-বিদেশের বহু স্থান থেকে ৩ লাখ ৩৪ হাজার ৭৩২ জন পুর্নার্থী দর্শন করেছেন। আরো ২ লাখ ৭০ হাজার পুর্নার ঠিক নিজেদের নাম ইতিমধ্যেই রেজিস্টার করেছেন দর্শনের জন্য।

Related Articles