দেশ
Trending

রোজ দেরি করে আসেন শিক্ষিকা, অধ্যক্ষার বাধা, স্কুলের মধ্যেই মারামারি-হাতাহাতি, দেখুন সেই ভাইরাল ভিডিও

The teacher comes late every day, the principal obstructs, fights in the school, see the viral video

The Truth Of Bengal : রোজ দেরি করে আসেন স্কুল শিক্ষিকা। বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে তাঁকে। তারপরও শোধরানই ওই শিক্ষিকা। স্কুলের অধ্যক্ষা শেষ পর্যন্ত তাকে ক্লাস করতে বাধা দেন। অ্যাটেনডেন্সে স্বাক্ষর করতে বারণ করেন। আর তারপরেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই শিক্ষিকা। ঝাঁপিয়ে পড়েন অধ্যক্ষার ওপর। স্কুলের ভিতর অফিস ঘরের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি মারামারি। অধ্যক্ষা ও ওই স্কুল শিক্ষিকার ওই মারামারি ও হাতাহাতি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দ্রা থানায় এলাকার একটি স্কুলের। এই ঘটনা নিয়ে তোলপাড় ওই এলাকা। দুপক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। একটা সামান্য বিষয় নিয়ে যেভাবে স্কুলের অধ্যক্ষা ও ক্লাস শিক্ষিকার মধ্যে এই ঘটনা সৃষ্টি হয় তা নিয়ে সমালোচনায় মুখর অভিভাবকরা। তারা এও বলছেন ওই স্কুলে সন্তানদের পাঠিয়ে কী শিক্ষা পাবে! যেখানে শিক্ষিকাদের মধ্যেই মারামারির ঘটনা ঘটছে।

 

জানা গিয়েছে সিঙ্গানা গ্রামের ওই স্কুলের একজন শিক্ষিকা গুঞ্জা চৌধুরী। প্রায় রোজই তিনি দেরি করে স্কুলে ঢোকেন। এই নিয়ে ঝামেলা চলছিলই। তা শেষ পর্যন্ত হাতাহাতি মারামারি পর্যায়ে পৌঁছে যাই। বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনার। সেখানে স্পষ্ট তোই দেখা যাচ্ছে ওই শিক্ষিকা ঝাঁপিয়ে পড়ছেন অধ্যক্ষার উপর। যখন দেরি করে ওই শিক্ষিকা স্কুলে ঢোকেন তখন তাকে বাধা দেন অধ্যক্ষা। এই নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ছড়ায়। হঠাৎ করে অধ্যক্ষার উপর আক্রমণ। পাল্টা প্রতিআক্রমণ। তাদের ছাড়ানোর চেষ্টা করেন অফিসে উপস্থিত অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। দুজনের মধ্যে অশালীন ভাষায় কথা বলতেও শোনা যায়। মোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। স্কুল শিক্ষা দপ্তরেও এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা।

Related Articles