রাজ্যের খবর

বাংলার মানুষকে নাগরিকত্ব হারাতে দেওয়া হবে না, শাহের সিএএ-র প্রতিশ্রুতিকে শানিত ভাষায় আক্রমণ মমতার

People of Bengal will not be allowed to lose their citizenship, Mamata attacked Shah's promise of CAA

The Truth Of Bengal :  বাংলায় প্রচারে এসে অমিত শাহ আবার মেরুকরণের অস্ত্রে শান দিয়েছেন। তাঁর কণ্ঠে শোনা যায়,অনুপ্রবেশের মতো পুরনো ইস্যু। কেন সিএএ করা দরকার,সেকথা তিনি পূর্ব বর্ধমানের দলীয় প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা থেকে তুলে ধরেন শাহ। জোরের সঙ্গে জানান,সিএএ-র মাধ্যমে রাজ্যের উদ্ধাস্তুদের তাঁরা নাগরিকত্ব দেবেন।

শাহের এই কথাকে ভাগাভাগির রাজনীতি বলে মালদার সভা থেকে মুখর হন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি সাফ জানান,বাংলায় কখনও ক্যা-এনআরসির মাধ্যমে জাতি-ধর্ম বিক্রি করতে দেওয়া হবে না।

তফসিলি,আদিবাসীদের অস্তিত্ব বিপন্ন করতে দেওয়া হবে না। তাঁর আরও প্রশ্ন,সিএএ যদি এত ভালো কেন বিজেপির মন্ত্রী বা সাংসদরা এতে অ্যাপ্লাই করছেন না।কেন তাঁদের নাগরিকত্ব হারানোর ভয় কেন ? তাই নাগরিকত্ব রক্ষার জন্য এরাজ্যের কোনও মানুষকে কেন্দ্রের পোর্টালে আবেদন না করার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related Articles