মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : প্রাচীন সপ্তগ্রাম বন্দরে হনুমানজির পূজোয় মাতলেন রচনা

Lok Sabha Election 2024 : Hanumanji's worship at the ancient port of Saptagram

The Truth Of Bengal : হুগলি ,রাকেশ চক্রবর্তী :  আজ হনুমান জয়ন্তী। তাই হনুমানজির পূজোসহ মঙ্গলচন্ডী পূজো দিয়ে সপ্তগ্রাম বিধানসভা অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আজ শুভ দিন তাই কোনরকম রাজনৈতিক বার্তা তিনি দেবেন না। আজও তৃণমূল প্রার্থীকে হুডখোলা জিপে চেপে প্রচার করতে দেখা যায়।

চাকরি বাতিল প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, “আমার সহানুভূতি রয়েছে সেই সমস্ত চাকরি হারানো প্রার্থীদের ওপর। কিন্তু দিদি আছে, দিদি একটা নিশ্চয়ই বার্তা দেবে। একটি ভয়াবহ আগুন তার উত্তর ২৪ পরগনা রাজারহাটে দিদি নাম্বার ওয়ান সহ দাদাগিরি সেটে প্রসঙ্গে বলেন, “সত্যি অনেকটাই ক্ষতি হয়েছে কিন্তু ভগবানের অশেষ কৃপা যে কারোর কোন মানুষের ক্ষতি হয়নি। আগামীকাল ওই সেটের সঙ্গে সকলের দেখা হবে।”

Related Articles