মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : হেয়ার কাটিং-এ জোড়া ফুল, তাক লাগালেন তৃণমূল সমর্থক

Lok Sabha Election 2024 : Trinamool supporters put a pair of flowers on the hair cutting

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া :   ভারতবর্ষ জুড়ে চলছে লোকসভার ভোটের প্রচার বিভিন্ন পার্টির তরফ থেকে বিভিন্ন দলের প্রার্থীরা সকাল থেকে রাত্রি প্রচারে ব্যস্ত। প্রার্থীদের সঙ্গে তাদের দলের কর্মীরাও দেওয়াল লিখন পোস্টার ব্যানার ও অন্যান্যভাবে প্রচার করে যাচ্ছে। চুলের কাটিং এর মধ্যেও দলের প্রতীক করে দেখলো এক যুবক। হাওড়ায় ফুল মেশিনে কাজ করেন বাড়ি মুর্শিদাবাদে তৃণমূল দলকে ভালো বাসেন তাই মাথার চুল কাটতে এসে সেলুনে এসে তৃণমূল কংগ্রেসের প্রতীক আঁকার জন্য বলেন ওই যুবক।

ওই যুবকের দাবি মতো সেলুনের কর্মচারী মাথার পিছনে তৃণমূলের প্রতীক আঁকলেন। ওই যুবক বলেন দলকে খুব ভালোবাসেন সেই সঙ্গে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসেন তাই মাথার পিছনে চুল কাটিং এর ভাবনা। জোড়া ফুল মাথায় নিয়ে এখন লোকসভা ভোট অব্দি ঘুরবেন এটা প্রচারে নতুন রূপ। পার্টিকে ভালোবাসার জন্য তার এই প্রচেষ্টা। সেলুনের যিনি কর্মচারী নন্দন প্রামানিক তিনি বলেন ওই কাস্টমার তারকাছে এসে বলেন তৃণমূলের প্রতীক চুল কাটিং এর মধ্যে করে দিতে তার সেই চাহিদা মতো চেষ্টা করলাম।

অনেকেই অবাক হয়েছেন এবং দর্শকরাও অবাক হয়েছেন। এখন নিজের মাথাতে দলের প্রতীক নিয়ে রাস্তা দিয়ে ঘুরবে দলের প্রচার হবে । মুর্শিদাবাদে ওই যুবক ভোটার তিনি আশাবাদী তৃণমূলের প্রার্থী জয়ী হবেন ।

Related Articles