মহিলামহলে তৃণমূলের রেকর্ড জনপ্রিয়তা, কাজ দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ম্যাজিক!
Record popularity of Trinamool in Mahilamahal, working magic of Lakshmi Bhandar

The Truth of Bengal : চব্বিশে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। পুরুষ ভোটারকে টেক্কা দিয়েছে।নারীসমাজের শক্তি বাড়ায় মহিলামহলের মন পাওয়ার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো।কিন্তু কাজের কাজ করছে তৃণমূল কংগ্রেস।জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলা সদস্য কয়েকগুণ বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস।মহিলা সদস্যসংখ্যা বাড়ানোর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস লাগাতার পাড়া বৈঠক করে।৪৫দিনের পাড়া বৈঠকে মিলল বিপুল সাফল্য।দেখা গেল,আরও ১লক্ষ মহিলা সদস্য বেড়েছে তৃণমূল কংগ্রেসের।
এবিষয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন,চলো পাল্টাই কর্মসূচির পাশাপাশি পাড়া বৈঠকে মহিলা সমাজের সঙ্গে তৃণমূলের যোগসূত্র বেড়েছে।তাঁর দেওয়া তথ্য অনুসারে,এই রাজ্যে এই মুহুর্তে ৮০হাজারের কাছে বুথ রয়েছে।প্রত্যেক বুথে গড়ে ৫জন করে মহিলা সদস্য রয়েছে। সেই হিসেবে স্পষ্ট ধরা পড়ে বাংলায় তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্য ছিল ৪লক্ষ।সংখ্যাটা বাড়াতে ধারাবাহিক প্রচার করা হয়।উত্সাহী মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের সদস্যপদ লাভ করতে এগিয়ে আসেন।যারজন্য মহিলা সদস্য সংখ্যা ১ লক্ষ বেড়েছে।
লোকসভা ভোটের আগে এই মহিলা ব্রিগেডের ভিত শক্ত হওয়ায় তৃণমূলে খুশির হাওয়া।বিজেপি-সিপিএমের মোকাবিলায় এই মহিলা সদস্যরাই বুথে বুথে বিরোধীদের যোগ্য জবাব দিতে প্রচার করবেন বলে আশা তৃণমূল নেতৃত্বের।তাই বাংলায় অন্যান্য গণসংগঠনের মতোই মহিলাদের মধ্যে তৃণমূল কংগ্রেসর প্রভাব বাড়ায় তা আলাদা রাজনৈতিক গুরুত্ব বহন করছে বলে তৃণমূলের নেতারা মনে করছেন।