কলকাতামসনদের লড়াই

lok sabha election 2024: রাজ্যের ৮০ হাজার ৫৩০ বুথ থেকেই সরাসরি লাইভ, দেশের ভোট ইতিহাসে আগে এমন ঘটেছে কোনদিন?

lok sabha election 2024: Special vigilance in Bengal to ensure smooth and orderly conduct of elections

The Truth of Bengal: নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ নজরদারি বাংলায়। রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০ হাজার ৫৩০টি। প্রতিটি বুথ থেকেই ভোটের দিন হবে সরাসরি লাইভ বা ওয়েব কাস্টিং হবে। কমিশনের দফতর থেকে পর্যবেক্ষণ করা হবে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা। ওয়েব কাস্টিং প্রক্রিয়া, যথাযথভাবে ব্যবস্থা করতে জরুরি ভিত্তিতে বৈঠক কমিশনের।

এবার ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের  সিদ্ধান্ত কমিশনের। তবে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে নেটওয়ার্ক। প্রত্যন্ত এলাকার বুথ গুলি থেকে কিভাবে ওয়েব কাস্টিং করা সম্ভব যেখানে নেটওয়ার্ক নেই! তা নিয়ে চলছে আলোচনা। সেক্ষেত্রে রেকর্ডিং হতে পারে, তবে ওয়েব কাস্টিং হওয়া দুষ্কর! এআই প্রযুক্তির কর্মকর্তারা সেক্ষেত্রে কী পরামর্শ দেন সেদিকে নজর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর  দফতরের সূত্র বলছে, যেসব বুথ থেকে লাইভ বা ওয়েবকাস্টিং সম্ভব নয় সেক্ষেত্রে সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে।

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক। সব জেলার ডিইও-দের সঙ্গে বৈঠক। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য কর্তাদের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির কর্মকর্তারাও। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকেও ব্যবহার করবে কমিশন। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৫০.৩১ শতাংশ বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করা হয়েছিল।

Related Articles