কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে আয়ুষ্মানের আইডি লিঙ্ক করুন, না হলে আপনি অনেক সুবিধাই পাবেন না ?
Link Ayushman ID with Center's Health Scheme, otherwise you won't get many benefits?

The Truth of Bengal : কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প বা সিজিএইচএসের আইডির সঙ্গে আয়ুষ্মান ভারতের আইডির লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতো ১এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। কেন্দ্রের নির্দেশে বলা হয়েছে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের আইডির সঙ্গে আয়ুষ্মানের আইডি লিঙ্ক করে কার্যতঃ কেন্দ্রীকরণের পথ খোলা হয়েছে । তারজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।বলা হয়েছে ৩০দিনের মধ্যে এই লিঙ্ক করতে হবে ।কেন এই পদ্ধতি নিল কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক ?
তাঁদের মতে,ডিজিটাল হেল্থ আইডেনটিফিকেশন বা স্বাস্থ্য সংক্রান্ত পরিচয়পত্র তৈরি করার জন্যই এই ভাবনা নেওয়া হয়েছে। এরফলে চিকিত্সা সংক্রান্ত সুযোগ বাড়বে কেন্দ্রীয় কর্মচারীদের।দেশের আরও বেশি হাসপাতালের আওতায় এসে কর্মচারীরা চিকিত্সা করাতে পারবেন। ডিজিটাল হেল্থ রেকর্ড তৈরির প্রক্রিয়া আলাদা গতি পেয়েছে। কেন্দ্রের পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় কর্মী সহ সবমহলের সুবিধাভোগীদের সুবিধাপ্রদানের পরিধির আনা হবে বলে আশা স্বাস্থ্য মন্ত্রকের। কেন্দ্রীয় সরকারের সিজিএইচএস নামে এই স্বাস্থ্য প্রকল্প ১৯৫৪ সালে শুরু হয়। কেন্দ্রের দাবি, যার মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীদের পরিবারকে সুবিধার আওতায় আনা।বর্তমানে ৭৫টি শহরের ৪১লক্ষ উপভোক্তা এই কেন্দ্রীয় সুবিধা ভোগ করছেন।এছাড়াও এই মডেল স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিচারবিভাগ,আইনবিভাগ,শাসনবিভাগ ও সংবাদমাধ্যমকে আনার প্রয়াস জারি আছে।এর পাশাপাশি প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা চালু হয় ২০১৮-র ২৩ সেপ্টেম্বর। এই প্রকল্পে এক একটি পরিবার ৫ লক্ষ টাকার চিকিত্সা সুবিধা পায়।পরবর্তী সরকার এই প্রকল্পের নব সংযোজন করে। চালু করা হয় আয়ুষ্মান ভারত। ২৪জানুয়ারি মেলা তথ্য বলছে, আয়ুষ্মান ভারতে প্রায় ৫২কোটি ৫০ লক্ষ ১৫হাজারের বেশি সুবিধাভোগী রয়েছে। এই অবস্থায় কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প বা সিজিএইচএসের আইডির সঙ্গে আয়ুষ্মান ভারতের আইডির লিঙ্ক গড়ে তোলা হলে বড়সড় সুবিধা দেওয়া হবে বলে কেন্দ্রের আশ্বাস । এই প্রক্রিয়ার অধীনে, সুবিধাভোগীদের সিজিএইচ এস নম্বর এবিএইচএ নম্বরের সঙ্গে ম্যাপ তৈরি করা হবে এবং সমস্ত স্বাস্থ্যের ডিজিটাল লিঙ্কিং রেকর্ড করা হবে। এখানে, স্বাস্থ্য পরিষেবার কাজ সহজতর করার প্রক্রিয়াটি সহজ হবে বলে অনেকের অভিমত। কারণ সুবিধাভোগীরা একই প্ল্যাটফর্মের আওতায় চলে আসবে।তাই দেরি না করে তাড়াতাড়ি লিঙ্ক করে ফেলুন, যাঁরা কেন্দ্রীয় কর্মচারী বা অন্যান্য সুবিধাভোগী রয়েছেন।