lok sabha election 2024: ভোটের উত্তাপে ফুটছে বাংলা, ক্লান্তি ভুলে নিরলস প্রচারে প্রার্থীরা
lok sabha election 2024: In the heat of the polls, like the ruling party of Bengal

The Truth of Bengal: ভোটের উত্তাপে ফুটছে বাংলা। শাসকদলের মতোই বিরোধীরাও ক্লান্তি ভুলে নিরলস প্রচারে। বীরভূমে শতাব্দী রায় বা হুগলিতে লকেট জনসংযোগে করেন। দক্ষিণ কলকাতায় হুডখোলা গাড়িতে প্রচার করেন শায়রা শাহ হালিমের মতোই কাঁচড়াপাড়ায় মানুষের দরবারে পৌঁছে যান সিপিএম নেত্রী মীনাক্ষ্মী মুখোপাধ্যায়।মথুরাপুরের বাপি হালদারও ঘাসফুলের শক্তি বাড়াতে জনতার সাহায্য প্রার্থনা করেন।
গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে সবাই মনোনীত করবেন সংসদের প্রতিনিধিদের। জাতি-ধর্ম-বর্ণ,শ্রেণি নির্বিশেষে সবস্তরের মানুষ উত্সবের অংশীদার হবেন। ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রার্থীরা যাচ্ছেন গণদেবতার দরবারে।রবিবার ছুটির দিনে মানুষ যখন বাড়িতে বসে বিশ্রাম নেন তখন দেখা যায়,ডান-বাম সবপক্ষের প্রার্থীরাই রণভূমে অক্লান্ত,অনড় যোদ্ধার মতো ময়দানে। বিগত ৩বারই সাংসদ ছিলেন শতাব্দী রায়। বীরভূমের মেয়ে এবারও খেলতে নেমেছেন।প্রতিপক্ষ বিজেপির প্রার্থী দেবাশিস ধর,প্রাক্তন পুলিশ কর্তা। তিনি লড়তে নেমেছেন নতুন পিচে। তবু বিরোধী প্রার্থীদের হাল্কাভাবে নিতে নারাজ শতাব্দী। মাটি কামড়ে পড়ে থেকে ক্রিজে রান তোলার চেষ্টা করছেন তিনি। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে রাম-রহিমের সহাবস্থানের বার্তা দিচ্ছেন তিনি। প্রচারে কাড়ছেন নজর।
ভোটের আগে সিউড়ির চৈতালি মোড়ে থাকা হনুমান মন্দিরে রাম ও হনুমান জির পুজো দেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। হুগলিতেও রচনার রাজনীতি যোগ সাড়া ফেলেছে। গ্ল্যামার জগতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তাই জনসংযোগকেই হাতিয়ার করছেন লকেট চট্টোপাধ্যায়। তিনিও এদিন পুজো দেন কালীমন্দিরে।দশঘড়া,ধনেখালিতে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। হুগলির মতোই দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিম গাড়িতে চেপে প্রচার সারেন। করজোড়ে ভোট প্রার্থনা করেন শহরবাসীর কাছে। কলকাতার মতোই কাঁচরাপাড়াতেও নজর কাড়ার চেষ্টা করেন মীনাক্ষ্মী মুখোপাধ্যায়। পায়ে হেঁটে প্রচার সারেন তিনি।
আসানসোলেও সিপিএমের মহিলা ব্রিগেড রুক্ষ্ণ ভূমিতে কড়া টক্করের কথা তুলে ধরেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা থেকে প্রচার সবেতেই এগিয়ে বলে দাবি করছে।তার স্পষ্ট আভাসও মিলছে ময়দানের লড়াইতে। বিজেপির বাধা আর চোখ রাঙানিকে উপেক্ষা করেই জনতার আদেশ মাথা পেতে নিতে ময়দানে তিনি। মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার নতুন উদ্যমে প্রচারে নেমেছেন। শনিবারই ভোকাল টনিক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শীর্ষ নেতার গাইডলাইন মেনেই গণতন্ত্রের মঞ্চ আলোকিত করতে চান তিনি। তাই চব্বিশের খেলায় তৃণমূল না বিজেপি কাকে বাংলার মানুষ ছাপ্পর ভরে রায় দেয় সেটাই বড় বিষয়।