রাশিয়ার মস্কোতে সন্ত্রাসবাদী হামলা,দুর্দিনে বন্ধুর পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর
Terrorist attack in Moscow, Russia

The Truth of Bengal: রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্ট চলাকালীন সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কনসার্টে আসা বহু মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছে প্রায় শতাধিক মানুষ। রাশিয়ার এই দুর্দিনে রাশিয়ার পাশে থাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিজের এক্সে পোস্ট করে রাশিয়ায় হওয়া জঙ্গি হামলার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী। রাশিয়ায় হওয়া সন্ত্রাসবাদী হামলায় এবার রাশিয়ার পাশে দাঁড়ালো ভারত। প্রধামন্ত্রি নরেন্দ্র মোদী এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। তিনি টুইট করে লিখেছেন রাশিয়ার মস্কোতে আচমকাই হওয়া জঙ্গি হামলাই তীব্র নিন্দা জানানো হচ্ছে। মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন মোদী। পাশাপাশি তিনি স্পষ্টই জানিয়েছেন রাশিয়ার এই দুর্দিনে বন্ধু হিসাবে রাশিয়ার পাশে থাকবে ভারত।
প্রসঙ্গতও রাশিয়ার মস্কোতে একটি কনসার্ট চলাকালীন ছদ্মবেশে কিছু আততায়ী ঢুকে গোলাগুলি ও বোমা হামলা চালাতে শুরু করে। গোটা থিয়েটারে ধরে যায় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। গোলাগুলির চোটে মৃত্যু হয়েছে ৬০ জনেরও বেশি মানুষের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান রুশ প্রশাসনের। আহত হয়েছে প্রায় শতাধিক দর্শক। ১৫ থেকে ২০ মিনিট ধরে আততায়ীরা টানা হামলা চালায়। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএসআইএস জঙ্গি। টেলিগ্রাম অ্যাপে বার্তা দিয়েছে আইএসআইএস জঙ্গি সংগঠন।
আসলে ভারতেও বহুবার সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের পাশাপাশি শহীদ হয়েছেন বহু ভারতীয় সেনা। অধিকাংশ সন্ত্রাসবাদী হামলার পিছনে জঙ্গিদের মদত যোগাই পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের দিকে প্রথম থেকেই নজর পাকিস্তানের। বছরের পর বছর ধরে জঙ্গি হামলার ঘটনায় ভুক্তভুগি ভারতও তাই রাশিয়ার পরিস্থিতি এখন কেমন তা অনুভব করতে পারছে ভারত। সেই অভিজ্ঞতা থেকেই রাশিয়ার প্রধান মন্ত্রী ও দেশের সকল জনগণের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত।